Malda Crime News: ২ দিন পরও অধরা তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত, জাকির শেখকে খুঁজতে ড্রোন ওড়াল পুলিশ

Malda Crime News: ঘটনার দুদিন হয়ে গেলেও একজন আমির হামজা গ্রেফতার হলেও মুল অভিযুক্ত জাকির শেখ পলাতক। এদিন জাকির শেখকে খুঁজতে ড্রোন উড়িয়ে পুলিশ খোঁজ শুরু করেছে।

Malda Crime News: ঘটনার দুদিন হয়ে গেলেও একজন আমির হামজা গ্রেফতার হলেও মুল অভিযুক্ত জাকির শেখ পলাতক। এদিন জাকির শেখকে খুঁজতে ড্রোন উড়িয়ে পুলিশ খোঁজ শুরু করেছে।

author-image
Madhumita Dey
New Update
Malda Police: মূল অভিযুক্ত জাকির শেখকে খুঁজতে ড্রোন ওড়াল পুলিশ

Malda Police: মূল অভিযুক্ত জাকির শেখকে খুঁজতে ড্রোন ওড়াল পুলিশ

Malda Crime News: কালিয়াচকে তৃণমূল কর্মীকে খুন এবং দলের দুই নেতার উপর হামলার ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত জাকির শেখের খোঁজ শুরু করল ড্রোন উড়িয়ে। বৃহস্পতিবার কালিয়াচকের বালুয়াচরা এলাকায় মূল অভিযুক্ত জাকির শেখকে খুঁজতে ড্রোন ওড়াল পুলিশ। ড্রোন উড়িয়ে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দুইজনকে। তৃণমূল কর্মী খুনে এখনও অধরা মূল অভিযুক্ত জাকির শেখ। ড্রোন উড়িয়ে বালুয়াচরা-সহ একাধিক এলাকায় তল্লাশি অভিযান চলায় কালিয়াচক থানার পুলিশ। প্রকাশ্যে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের মঙ্গলবার নিকাশি নালা ও রাস্তার শিলান্যাস অনুষ্ঠান ছিল কালিয়াচক থানার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া নয়াবস্তি গ্রামে। শিলান্যাস করে ফেরার সময় প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে  আতাউল হক নামে এক তৃণমূল কর্মীর খুন হন। গুলিবিদ্ধ এবং হামলা আক্রান্ত হন নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি বকুল শেখ ও তাঁর ভাই তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য এশারুদ্দিন শেখ। ঘটনার দুদিন হয়ে গেলেও একজন আমির হামজা গ্রেফতার হলেও মুল অভিযুক্ত জাকির শেখ পলাতক। এদিন জাকির শেখকে খুঁজতে ড্রোন উড়িয়ে পুলিশ খোঁজ শুরু করেছে। 

উল্লেখ্য, কালিয়াচক থানার শালেপুর গ্রাম। ২০১৬ সালে বকুল শেখ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর গত বছর অক্টোবর মাসে জাকির শেখ ও তৃণমূলে যোগদান করেছিলেন। কিন্তু মাঝে দল পরিবর্তন করে কংগ্রেসে নাম লেখান জাকির। এলাকার দখলদারি নিয়ে জাকির এবং বকুলের দীর্ঘদিনের বিবাদ। ২০১৬ সাল থেকে এই দুজনের মধ্যে বিবাদ চলে আসছিল।

আরও পড়ুন গলফগ্রিনে হাড়হিম হত্যাকাণ্ডের কিনারা, গ্রেপ্তার নিহতের ভাইপো

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা তৃণমুলের সহ-সভাপতি বাবলা সরকার খুনের এখনও কিনারা হয়নি। এরই মধ্যে প্রকাশ্য দিবালোকে এই গুলির ঘটনা আতঙ্কে সাধারণ মানুষ। উঠছে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আক্রান্ত তৃণমূল নেতা বকুল শেখের এক ভাই মহম্মদ আজমল বলেন,'পুলিশ আশ্বাস দিয়েছে। কিন্তু মূল অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। অভিযোগ করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। ওরা এলাকায় সন্ত্রাস চালাতে চাইছে।'

কালিয়াচক ১ ব্লক সভাপতি সারিউল শেখ জানান, 'আমি জাকিরকে চিনি না। আগে ওঁর নাম শুনেছি। আমার সঙ্গে ওঁর পরিচয় আছে এই সব মিথ্যা ভিত্তিহীন অভিযোগ।' পুলিশ জানিয়েছে, এদিন তৃণমূল কর্মী খুন ও দুই নেতার ওপর হামলার ঘটনায় কালিয়াচকের বিভিন্ন জায়গায় ড্রোন উড়িয়ে মূল অভিযুক্তদের সন্ধান চালানো হয়েছে। খুব শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা হবে।

West Bengal west bengal latest news Malda West Bengal Police West Bengal News