Golf Green Murder Case:কলকাতার গলফগ্রিনে হাড়হিম হত্যাকাণ্ডের কিনারা করে ফেলল পুলিশ। গলফ গ্রিনে নিজের ঘরের খাটের নিচ থেকে বুধবার নাফিসা খাতুন নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল। নারকীয় সেই হত্যাকাণ্ডের তদন্তে নেমে এবার নিহতের ভাইপোকে গ্রেপ্তার করল পুলিশ। নিজের পিসিকে খুন করেছিল ভাইপো, এনই দাবি পুলিশের। পুলিশের দফায়-দফায় জেরায় পিসিকে খুনের কথা স্বীকার করেছে সাবির আলি নামে ধৃত যুবক।
কলকাতায় হাড়হিম হত্যাকাণ্ডের কিনারা করে ফেলল পুলিশ। গত বুধবার দক্ষিণ কলকাতার গলফ গ্রিনে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ওই মহিলাকে গলা কেটে খুন করা হয়েছিল। এরপরেই নারকীয় হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছিল গলফ গ্রিন থানার পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। ওই মহিলাকের আত্মীয় ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই সঙ্গে ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখার কাজ শুরু করেন তদন্তকারীরা।
এরপরেই সাবির আলি নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে পিসির কাছ থেকে ঋণ পরিশোধের জন্য কিছু টাকা চেয়েছিল অভিযুক্ত যুবক। ভাইপো সাবিরকে সেই টাকা দিতে অস্বীকার করেছিলেন নাফিসা খাতুন নামে ওই মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে দু'জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। তারপরেই নাফিসাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে অভিযুক্ত যুবক। পিসির গলা কেটে খুন করে ওই যুবক এমনই দাবি পুলিশের।
আরও পড়ুন-West Bengal News Live: শীতের কলকাতায় দুরন্ত অভিযানে ED, আরও এক বিরাট দুর্নীতির পর্দাফাঁস শীঘ্রই?