Road accident: লক্ষ্মীপুজোর রাতে ভয়াবহ দুর্ঘটনা, ডাকাবুকো নেতার মৃত্যু, আহত বেশ কয়েকজন

Hit and run Malda: মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Hit and run Malda: মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
Madhumita Dey
New Update
accident , WBJEE Result 2025 Live Updates  WBJEE Scorecard Download  WBJEE Official Website  How to check WBJEE Result  WBJEE 2025 result link  West Bengal JEE 2025 scores

প্রতীকী ছবি।

লক্ষ্মীপুজোর গভীর রাতে মর্মান্তিক ঘটনা। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্করপিওর ধাক্কা। মৃত্যু পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের। গুরুতর আহত দুই তৃণমূল নেতা সহ চারজন।মালদার হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া ভবানীপুর এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের নাম নরেন্দ্রনাথ সাহা (৪৫)।

Advertisment

তিনি হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির কংগ্রেসের শিক্ষা কর্মাধ্যক্ষ। আহতরা হলেন শেখর সাহা, শশাঙ্ক সাহা, মনোজ কুমার দাস, পুলক সাহা। এর মধ্যে শেখর সাহা ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি। শশাঙ্ক সাহা স্থানীয় তৃণমূল নেতা। শেখর শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে এবং শশাঙ্ক রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।বাকি ২ আহত মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'কারা করেছে এটা পরিষ্কার, বিকেলের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাব', নাগরাকাটার ঘটনা নিয়ে বললেন শুভেন্দু

Advertisment

স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার গভীর রাতে এলাকায় তারা জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় একটি স্করপিও দ্রুতগতিতে এসে তাদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষা কর্মাধ্যক্ষের। পরিবারের লোকের অভিযোগ এটি নিছক দুর্ঘটনা নয় চক্রান্ত করে খুন করা হয়েছে তাকে। অভিযোগের তীর স্থানীয় বাসিন্দা বিপদ মন্ডলের দিকে।নরেন্দ্রনাথ সাহা পেশায় আইনজিবী ছিলেন। পুরোনো মামলা সংক্রান্ত বিবাদ ছিল বলেও জানা গেছে।

আরও পড়ুন- Bihar Assembly Polls 2025: বিহারে ৬৮ লক্ষ নাম মুছে নতুন ভোটার ২১ লক্ষের বেশি, এই তালিকাতেই হবে ভোট

মৃতের স্ত্রীর অভিযোগ ওই বিপদ মন্ডলই গাড়ি চালাচ্ছিলেন। অন্যদিকে ঘাতক গাড়ি আটক করেছে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে চলছে পুলিশের টহল। মঙ্গলবার সকালে নরেন্দ্রনাথ সাহার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Road Accident Death Malda