/indian-express-bangla/media/media_files/2025/05/27/hGWE6WUIG32HOFztk4My.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Updates:উত্তরবঙ্গে দুর্যোগ চলাকালীন কলকাতায় রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয়টি নিয়েই তাঁকে যারপরনাই কটাক্ষ করেছিল বিরোধীরা। মঙ্গলবার উত্তরকন্যায় বিরোধীদের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, "একটা দুর্ঘটনা ঘটে গেলে ৪৮ ঘন্টা সময় দিতে হয় উদ্ধারের জন্য। রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল হল? এটাতো বাংলার গর্ব! এত ক্লাব আশা করেছিল, তাদের কোনও মূল্য নেই? ফরেন ট্যুরিস্ট ছিল, কীভাবে ক্যানসেল সম্ভব? সেদিন এসে আমি কী করতাম? পুলিশ কাকে সামলাবে? বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই তো কাজ...নাকি শুধু ভিআইপিদের ট্রিটমেন্ট দেবে? ৪০টা গাড়ি নিয়ে যদি ঢুকি পাহাড়ে তাহলে প্রেশার পড়ে না? তাই আমি স্ট্রিকলি বলেছি, আমাদের কেউ গেলে তিনটের বেশি গাড়ি নেবে না।"
গতকালের পর ফের আজও কুমারগ্রামে নজিরবিহীন বিক্ষোভের মুখে BJP বিধায়ক মনোজ ওরাওঁ সহ-বিজেপির নেতারা। কুমারগ্রামের বিত্তিবাড়ির প্লাবিত এলাকায় গিয়েছিলেন বিধায়ক মনোজ ওরাওঁ সহ বিজেপির অন্য নেতারা। বিধায়ক যেতেই একাংশের গ্রামবাসীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হতেই সামাল দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেন তাঁরা। বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁকে কার্যত তাড়া করে গ্রাম-ছাড়া করেছেন বাসিন্দারা, ওঠে মনোজ ওরাওঁ 'গো ব্যাক' স্লোগান। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে কুমারগ্রামের ওই এলাকায়।
আরও পড়ুন- Zubeen Garg tribute:লক্ষ্মী পুজোয় ‘সিঙ্গাপুর সিটি’! প্রয়াত শিল্পী জুবীন গর্গকে অনবদ্য শ্রদ্ধাঞ্জলী
যদিও ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। তিনিও গতকাল নাগরাকাটাতেই আক্রান্ত হয়েছিলেন। তবে শঙ্কর ঘোষের সঙ্গে এদিন দেখা করেননি মুখ্যমন্ত্রী।
এদিকে উত্তরবঙ্গের জন্যও স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। চলতি সপ্তাহের শেষের দিকেই উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি চোখে পড়বে। একইভাবে দক্ষিণবঙ্গেও চলতি সপ্তাহের শেষের দিকেই আবহাওয়ার উন্নতি হবে।
- Oct 07, 2025 17:07 IST
Kolkata News Live Updates:মিরিকে দুর্যোগ পীড়িতদের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুদেরও
"ভাঙা ঘর-বাড়ি, সেতু সব মেরামত করে দেবে সরকার। যাদের নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে সেটাও দ্রুত বানিয়ে দেওএয়া হবে।" দুর্যোগ বিধ্বস্ত মিরিকে গিয়ে পীড়িতদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আজ মিরিকে গিয়ে দুর্যোগ বিধ্বস্তদের সঙ্গে দেখা করেছেন।
বিস্তারিত পড়ুন- Mirik Disaster:ভাঙা সেতু, বাড়ি-ঘর মেরামতের আশ্বাস মুখ্যমন্ত্রীর, মিরিকে দুর্যোগ পীড়িতদের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুদেরও
- Oct 07, 2025 17:06 IST
Kolkata News Live Updates:'শাস্তি দিন, দলে ফিরিয়ে নিন', মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কাতর অনুনয়
একরাতের দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সোমবারই উত্তরবঙ্গে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এসে পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি প্রথমেই পৌঁছে গিয়েছিলেন নাগরাকাটায়। সেখানে গিয়ে বামনডাঙ্গা চা বাগানে মৃতদের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। কথা বলেন বন্যাদুর্গতদের সঙ্গে।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee:'শাস্তি দিন, দলে ফিরিয়ে নিন', মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কাতর অনুনয় বহিষ্কৃত তৃণমূল নেতার
- Oct 07, 2025 17:05 IST
Kolkata News Live Updates:প্রয়াত শিল্পী জুবীন গর্গকে অনবদ্য শ্রদ্ধাঞ্জলী
দুর্গা পুজোর পাশাপাশি লক্ষ্মী পুজোতেও থিমের ছড়াছড়ি। প্রয়াত সঙ্গীত শিল্পী জুবীন গর্গকে শ্রদ্ধা জানাতে তাঁর মৃত্যুর শহর " সিঙ্গাপুর সিটি " কেই থিম হিসাবে তুলে ধরলো তমলুকের সাউতানচকের মিদ্যা পরিবার। আর সেই সিঙ্গাপুর সিটি দেখতে দর্শনার্থীদের ভীড় জমে উঠেছে।
বিস্তারিত পড়ুন- Zubeen Garg tribute:লক্ষ্মী পুজোয় ‘সিঙ্গাপুর সিটি’! প্রয়াত শিল্পী জুবীন গর্গকে অনবদ্য শ্রদ্ধাঞ্জলী
- Oct 07, 2025 17:04 IST
Kolkata News Live Updates: কেন্দ্রীয় তদন্তের দাবি
"উত্তরবঙ্গের নাগরাকাটায় কাশ্মীরের স্টাইলে পাথর ছুঁড়ে হামলা চালানো হয়েছে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর ওপর। আমাদের দাবি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দিয়ে এর তদন্ত করা হোক।" মঙ্গলবার মালদায় সাংবাদিক বৈঠক করে একথা বলেছেন ইংরেজবাজারের BJP বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
বিস্তারিত পড়ুন- 'নাগরাকাটায় কাশ্মীরের স্টাইলে হামলা', BJP সাংসদ খগেন মুর্মুর ওপর পাথরবৃষ্টি, কেন্দ্রীয় তদন্তের দাবি
- Oct 07, 2025 15:21 IST
Kolkata News Live Updates: মিরিকে শুভেন্দু
মিরিকে দুর্যোগ পীড়িতদের সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে গতকাল নাগরাকাটায় আক্রান্ত BJP সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করবেন তিনি।
- Oct 07, 2025 15:20 IST
Kolkata News Live Updates: বিজেপি বিধায়করা ত্রাণ শিবির চালাচ্ছেন: শুভেন্দু
"আমরা ইতিমধ্যে গত ৩৬ ঘন্টায় আমরা ১৫ হাজার লোককে ত্রাণ দিয়েছি। আরও ৩৫ হাজার লোককে দেব। আমাদের আটজন বিধায়ক ২১ টা খাদ্য শিবির চালাচ্ছেন। সরকারের পাশে থাকা আমাদের কর্তব্য। সেনাবাহিনী এবং NDRF কে বিশেষভাবে ধন্যবাদ দেব। আমার মনে হয় আরো অনেকে নিখোঁজ আছেন। নিখোঁজদের নিযয়ে আমরা চিন্তিত। আমরা বিজেপি সাংসদ, বিধায়করা উত্তরবঙ্গে যারা মারা গেছেন তাদের পরিবারকে অর্থ সাহায্য করবো।" নাগরাকাটার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, "কারা হামলা করেছে এটা ছবিতে পরিষ্কার। বিকেলের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আমরা হাইকোর্টে যাব।"
- Oct 07, 2025 11:39 IST
Kolkata News Live Updates: এখন গুন্ডাদের রাজ্য বাংলা: শুভেন্দু
বাগডোগরা বিমানবন্দরে নেমে শুভেন্দু অধিকারী বলেন, "এখন গুন্ডাদের রাজ্য বাংলা। গুন্ডাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উস্কানিতেই নাগরাকাটায় হামলা। শঙ্কর ঘোষ একজন শিক্ষক, তাঁকে জুতো ছুঁড়ে মেরেছে। খগেন মুর্মুর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। গতরাতে এফআইআর হয়েছে, এখনও কেউ গ্রেপ্তার হয়নি। আমরা পুলিশের পদক্ষেপের জন্য অপেক্ষা করছি। প্রধানমন্ত্রী যা বলেছেন ঠিক বলেছেন।"
- Oct 07, 2025 11:03 IST
Kolkata News Live Updates: উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তির ইঙ্গিত, বৃষ্টি কমবে কবে?
দুর্গাপুজো মিটতেই প্রকৃতির ভয়াল রোষে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। একনাগাড়ে বৃষ্টিতে দিকে দিকে ব্যাপক ধ্বংসলীলার ছবি এখনও টাটকা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পাহাড়ি দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে এখনও বৃষ্টি চলছে। এমন বেনজির ধ্বংসাত্মক দুর্যোগ পরিস্থিতি শেষ কবে উত্তর বাংলার মানুষ দেখেছেন তা মনে করতে পারছে না অল্পবয়সীরা।
বিস্তারিত পড়ুন- Bengal Weather Update: উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তির ইঙ্গিত, বৃষ্টি কমবে কবে? সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গেও আবহাওয়ায় বড় বদল?
- Oct 07, 2025 11:02 IST
Kolkata News Live Updates: মোদীর তোপের পাল্টা জবাব মমতার
নজিরবিহীন প্রাকৃতিক বিপর্যয়ে বেসামাল উত্তরবঙ্গ। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় নাগাড়ে চলা ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হাজারের বেশি। এই পরিস্থিতিতে গতকাল নাগরাকাটায় দুর্যোগ পীড়িতদের ত্রাণ বিলি করতে গিয়ে স্থানীয়দের সীমাহীন ক্ষোভের মুখে পড়তে হয়েছে BJP সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে।
বিস্তারিত পড়ুন- Modi-Mamata:'প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি প্রধানমন্ত্রীর', নাগরাকাটার ঘটনা নিয়ে মোদীর তোপের পাল্টা জবাব মমতার
- Oct 07, 2025 11:01 IST
Kolkata News Live Updates: ‘মধুচক্র’ ধরা পড়তেই ফুঁসে উঠল গোটা গ্রাম
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। বনগাঁ–বাগদা সড়কের ধারে একটি বাড়িতে মধুচক্র চলার অভিযোগে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলছিল।
বিস্তারিত পড়ুন- Bongaon News: ‘মধুচক্র’ ধরা পড়তেই ফুঁসে উঠল গোটা গ্রাম, পুলিশের সামনেই শুরু বেধড়ক মার