/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/dead-body.jpg)
Malda News: প্রতীকী ছবি।
বিয়েতে পরিবারের সায় নেই। ভিডিওকল করে আত্মহত্যা যুগলের। মালদহের বামনগোলা থানা এলাকার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মৃত যুগলের নাম ফুলটুস মণ্ডল এবং রাখি মণ্ডল। পেশায় দিনমজুর ফুলটুস মণ্ডলের বাড়ি বামনগোলা থানার খুয়ারডাঙ্গা এলাকায়। অন্যদিকে বামনগোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাখি মণ্ডলের বাড়ি রাখাল পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোয় তাদের আলাপ হয়। এরপর থেকেই শুরু হয় প্রেমালাপ।
মৃত ফুলটুস মণ্ডলের মা উজ্জ্বলা রানী মণ্ডলের অভিযোগ, মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেয়নি। এই কারণেই তারা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে। গত শনিবার গাজোল থানার আগমপুর এলাকায় তারা একসঙ্গে তাদেরই এক বন্ধুকে ভিডিওকল করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরে তারা জানতে পেরে অচৈতন্য অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন গতকাল রাত আটটা নাগাদ মেয়ের মৃত্যু হয় এবং রাত একটা নাগাদ ছেলের মৃত্যু হয়।
মৃত রাখি মণ্ডলের বাবা গোকুল মণ্ডলের দাবি, "ওই যুবক তাদের মেয়েকে অত্যাচার করত। তাদের মধ্যে ভালোবাসা ছিল না কিনা বলতে পারব না। ওই যুবক মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছে।" এদিকে এই ঘটনা কিরে গোটা বাবনগোলা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।