SSC Verdict News: 'আমরা কোন অপরাধ করিনি, তাই অপরাধের দায় ও আমরা নেব না', সোমবার নেতাজি ইন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই এ কথা বললেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেই সঙ্গে তাদের চাকরিতে বহাল রাখার ব্যাপারে রাজ্য সরকারকে যাবতীয় তৎপরতা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। চাকরি ভাড়া শিক্ষক-শিক্ষিকাদের আর্তনাদ শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষকর্তা।
এদিন বৈঠকে চাকরিহারা এক শিক্ষক মুখ্যমন্ত্রীর সামনেই বলেন, "যতদিন পর্যন্ত আমাদের ন্যায় বিচার না হচ্ছে আমাদের বরখাস্ত করা যাবে না। পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছি। নতুন করে পরীক্ষা দেব না। বৈধদের পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ পিটিশন দিতে হবে রাজ্যকে। রিভিউ পিটিশন তৈরি করার আগে চাকরিহারাদের সঙ্গে সরকারকে আলোচনা করতেই হবে। আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আদালতে রিভিউ পিটিশন দিতে হবে। বৈধদের পরিচ্ছন্ন তালিকা দিয়ে রিভিউ পিটিশন দিতে হবে। অপরাধী নয়, অপরাধের দায়ও নেব না।"
আরও পড়ুন- West Bengal News Live:BJP-র 'কালীঘাট চলো' অভিযানে ধুন্ধুমার, তুমুল অশান্তি-পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক লকেট
ওই চাকরিহারা শিক্ষক আরও বলেন, "যাঁরা মামলা করে আমাদের চাকরি খেয়েছেন সেই আইনজীবীরা আমাদের পাশে থাকতে চাইছেন। তাঁরা কি সত্যিই আমাদের পাশে থাকতে চান? নাকি রাজনৈতিক বিরোধিতা করে চলেছেন, সেটাও যাচাই করে দেখা প্রয়োজন। সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। সেই সর্বদলীয় বৈঠকে তাঁদেরও ডাকা উচিত। সরকারের কাছে আবেদন, আমরা যাতে চাকরিতে বহাল থাকতে পারি সরকারকে সেই ব্যবস্থা করতে হবে।"