Maldah Viral Video: বেহাল গ্রামের রাস্তা। কাদাজল আর খানাখন্দে ভর্তি। আর এই পরিস্থিতিতেই অসুস্থ রোগীকে খাটিয়ায় বেঁধে পালকির মতো করে নিয়ে যাচ্ছেন পরিবারের লোকেরা। আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লকের হবিপুর গ্রাম পঞ্চায়েতের মেস্তরপাড়া গ্রামের এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পরে গিয়েছে মালদায়।
অসুস্থ রোগীর পরিবার থেকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত থেকে লোকসভা ভোট এসেছে। বিভিন্ন দলের প্রার্থী থেকে নেতারা গ্রামে এসে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। কংক্রিটের ঢালাই রাস্তা হবে, পরিশ্রুত পানীয় জল মিলবে, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকবে। আর ভোট মিটে গেলেই কোনও প্রতিশ্রুতি কাজে আসে না। এই পরিস্থিতিতেই গ্রামে কেউ অসুস্থ হলে অথবা গর্ভবতী মহিলাদের প্রসব যন্ত্রণা উঠলেই তখন গ্রামবাসীদের কাছেই খাটিয়ায় পালকির মতো করেই তৈরি করে রোগীদের নিকটবর্তী গ্রামীণ হাসপাতালেই নিয়ে যেতে হয়।
উল্লেখ্য, কয়েক মাস আগে আদিবাসী অধ্যুষিত মালদার বামনগোলা ব্লকের এরকমই একটি দৃশ্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই হবিবপুরের ঘটনা নিয়েই এখন শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক।
আরও পড়ুন ব্যাপক দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে কোটি কোটি টাকা জরিমানা খাদ্য দফতরে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে হবিবপুর ব্লকের হবিবপুর অঞ্চলের মেস্তরপাড়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ কানু হেমব্রম প্রচন্ড পেটে ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা সংশ্লিষ্ট গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে যাওয়ার সময় এইভাবে খাটিয়াতে করে নিয়ে যান। অসুস্থ বৃদ্ধের পরিবারের অভিযোগ, কোনও গাড়ি, টোটো, এমনকি অ্যাম্বুলেন্স বর্ষার সময় আসতে চায় না। একটু বৃষ্টিতেই এই গ্রামের রাস্তায় জল জমে যায়। যানবাহনের অভাবে চিকিৎসার জন্য বাধ্য হয়ে খাটিয়াতে করে নিয়ে যান রোগীকে।
গ্রামবাসীরা জানিয়েছেন, বেহাল গ্রামের রাস্তার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও জানানো হয়েছিল কিন্তু কোনও লাভ হয়নি।
কী বলছে তৃণমূল এবং বিজেপি?
সংশ্লিষ্ট এলাকার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য তৃণমূলের সাহেব টুডু অবশ্য এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই গ্রামের রাস্তার বেহাল অবস্থা। তিনি পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সবাইকে বলেছেন। কিন্তু রাস্তার কাজ হয়নি। তবে এই গ্রামের বেহাল রাস্তা দিয়ে খাটিয়া করে অসুস্থ এক বৃদ্ধকে নিয়ে যাওয়ার ঘটনা তিনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তবে এই রাস্তার জন্য স্থানীয় বিজেপি বিধায়ক এবং সাংসদ থেকেও কোনও রকম অর্থ বরাদ্দ হয়নি।
আরও পড়ুন মুহূর্তের ভুলেই 'সর্বনাশ', সতর্ক হোন আজই, নারী পাচারের এই কায়দা জেনে পুলিশও হতবাক!
হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু জানিয়েছেন, 'তৃণমূলের পঞ্চায়েত কোনও কাজ করছে না। তার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরাই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।'