গৌড়বঙ্গে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি, কাঠগড়ায় পার্থ-ঘনিষ্ঠ অধ্যাপিকা কৃষ্ণকলি বসু ঘোষ

অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক্সিকিউটিভ কমিটি মেম্বার শক্তি পাত্র।

অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক্সিকিউটিভ কমিটি মেম্বার শক্তি পাত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টাকার বিনিময়ে ১১ জনকে চাকরি দেওয়া হয়েছে, অভিযোগ বিজেপির। ছবি- মধুমিতা দে

কেঁচো খুঁড়তে কেউটে। এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ! টাকার বিনিময়ে ১১ জনকে চাকরি দেওয়া হয়েছে। কাঠগড়ায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অধ্যাপিকা কৃষ্ণকলি বসু ঘোষ।

Advertisment

বিজেপির দক্ষিণ মালদা সংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, "১১ জনকে নিয়োগ করা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। আমরা এই নিয়ে জনস্বার্থ মামলা করব। এর পেছনে রয়েছে পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ কৃষ্ণকলি বসু ঘোষ। প্রায় ৬২ লক্ষ টাকার লেনদেন হয়েছে। আমরা জনস্বার্থ মামলা করব।"

অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক্সিকিউটিভ কমিটি মেম্বার শক্তি পাত্র। তিনি বলেন, "আমাকে অন্ধকারে রেখে কৃষ্ণকলি বসু ঘোষকে এই নিয়োগ কমিটিতে যুক্ত করে এই নিয়োগ করা হয়েছে। আমি অন্ধকারে ছিলাম।"

Advertisment

আরও পড়ুন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির মাথা ছিলেন পার্থ, সেই কমিটি-ই সাসপেন্ড করল তাঁকে

"বিজেপি কী বলল তাতে আমার কিছু বলার নেই যদি তদন্ত হয় তাহলে হবে", দাবি জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সির। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী জানান, "কোনও সংস্থা তদন্ত করতে আসলে আমরা প্রস্তুত। তাতে আমাদের কোনও অসুবিধা নেই।"

West Bengal Maldah