'আমি ক্ষুদ্র মানুষ, সমালোচনা থেকেই শিখি', বইমেলায় বললেন মমতা : mamata banerjee 46th kolkata book fair inauguration | Indian Express Bangla

‘আমি ক্ষুদ্র মানুষ, সমালোচনা থেকেই শিখি’, বইমেলায় বললেন মমতা

‘আমার সবটাই কুৎসার আঙিনায়, অপপ্রচারের আলিঙ্গনে…

strict guidelines issued to prevent strike of government employees by nabanna , সরকারি কর্মীদের ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা নবান্নের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বিভিন্ন লেখা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। সমালোচনাও কম হয়নি। সেইসবের জবাবের মঞ্চ হিসাবে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী মঞ্চকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আমি খুব ক্ষুব্ধ মানুষ। আমার সবটাই কুৎসার আঙিনায়, অপপ্রচারের আলিঙ্গনে- কারও কারও পছন্দ নাও হতে পারে । সমালোচনার ঊর্ধেব কেউ নয়, সমালোচনা থেকে খুশি হই। সমালোচনা থেকেই শিখি।’

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘যে তোমায় খারাপ বলে বলুক, তুমি খারাপ হয়ো না।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘বই শুধু বই নয়, বই হল মানুষের জীবন, বাস্তব চেতনা, নতুন জিনিষ জানতে ও আবিষ্কার করতে শেখায়। যতদিন বাঁচি ততদিন শিখি। বই হল বিশ্বের লাইফ-লাইন।’

চিন্তা-ভাবনায় পজিটিভিটি আনার জন্যও বইয়ের অবদান অপরিসীম বলে জানান মুখ্যমন্ত্রী। সমাজজীবনকে কাছ থেকে দেখেন বলে রাজনৈতিক নেতৃত্বই ভাল বই লিখতে পারেন বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘পলিটিক্যাল লোকরা কেন ভাল বই লিখতে পারে না? পলিটিক্যাল লোক তখনই পলিটিক্স করতে পারে কারণ তাঁরা সামাজিক জীব হিসাবে নিজেকে আগে রক্ষিত করে।’ এক্ষেত্রে রাজা রামমোহন রায়, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরদের উদাহরণ তুলে ধরেন তিনি।

এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মুখ্যমন্ত্রীর লেখা ছয়টি নতুন বই প্রকাশিত হচ্ছে। এখনও পর্যন্ত মোট ১৩৪টি বই লিখেছেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘আরও চার-পাঁচটি বইয়ের কাজ চলছে।’ মমতা স্পষ্ট করে দিয়েছেন যে, বইয়ের সংখ্যা গোনার কাজ তাঁর নয়। ওটা প্রকাশকদের কাজ। বিভিন্ন প্রকাশনা থেকে তাঁর বই বেরিয়েছে।

সম্প্রতি খিদিরপুরে গ্রন্থাগারের এক অনুষ্ঠানে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, এই যদি কবিতার লাইন হয় কেউ পড়বে? উইপোকাও আসবে না। এইসব অখাদ্য সরান।’

উল্লেখ্য, ‘এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং’ পংক্তিটি মুখ্যমন্ত্রী লেখা এক কবিতার। বিচারপতির সমালোচনা, তারপরই মুখ্যমন্ত্রীর মন্তব্য বেশ তাৎপর্যবাহী।

এদিনই মুখ্যমন্ত্রীর হাতে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হয়। যা চলবে ১২ই ফেব্রুয়ারি প্রর্যন্ত। এবারের বইমেলায় প্রায় ৭০০ স্টল রয়েছে।

আরও পড়ুন- ‘সীমা পেরোলে অভিষেকের সঙ্গে কথোপকথন ফাঁস করব’, হিরণকে হুঁশিয়ারি অজিত মাইতির

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee 46th kolkata book fair inauguration

Next Story
ঝালদা-জট জারি, সিঙ্গল বেঞ্চের নির্দেশের পর নজিরবিহীন পদক্ষেপ রাজ্যের!