Advertisment

'হাল ছেড়ো না, লড়াই চালিয়ে যাও', TMCP-র প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার

কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে এবছর দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস আগামিকাল অর্থাৎ ২৯ অগাস্ট পালন করবে শাসকদল।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee and abhisek anerjee tripura visit update

অভিষেককে সঙ্গে নিয়ে আজ ত্রিপুরায় তৃণমূল সুপ্রিমো।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্র সমাজকে এগিয়ে চলার বার্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ''দেশের জন্য লড়াই চালিয়ে যাও, কখনও হাল ছেড়ো না'', টুইট তৃণমূল সুপ্রিমোর। দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়েরও।

Advertisment

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। যদিও এবছর দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে আগামিকাল অর্থাৎ ২৯ অগাস্ট। এদিন টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টুইটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ''তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমাদের ছাত্র সংগঠনের সব সদস্যকে তাঁদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই! তৃণমূল পরিবারের প্রতি আপনাদের অক্লান্ত অবদান মূল্যবান। আপনারা আমাদের গর্ব। মানুষ এবং দেশের জন্য লড়াই চালিয়ে যান, কখনও হাল ছাড়বেন না।''

দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে টুইটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ''তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র পরিষদের সব সদস্যকে শুভেচ্ছা জানাই। গণতন্ত্রের প্রকৃত চেতনাকে সমুন্নত রাখার জন্য আপনাদের দীর্ঘ ও কঠিন লড়াই সর্বদা প্রশংসিত হবে। ভবিষ্যত আপনার - উজ্জ্বল থাকুন, সমৃদ্ধ থাকুন!''

আরও পড়ুন- ‘গরু পাচারকারী বলে জেলে পুরতে পারে CBI’, আশঙ্কায় রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী

উল্লেখ্য, ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হলেও এবার বড় আকারে তা পালন করতে চায় আগামিকাল অর্থাৎ ২৯ অগাস্ট। কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে সোমবার ছাত্রছাত্রীরা রেকর্ড সংখ্যায় জমায়েত করবেন বলে আশাবাদী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শহর কলকাতা ছাড়াও জেলাগুলি থেকেও দলের ছাত্র সংগঠনের সদস্যরা এসে যোগ দেবেন কলকাতার প্রকাশ্য জনসভায়।

আরও পড়ুন- বিরোধীদের জুতোপেটা করার হুমকি সৌগত রায়ের, নজিরবিহীন কটাক্ষ দিলীপকেও

tmc Mamata Banerjee abhishek banerjee
Advertisment