মমতার মাস্টারস্ট্রোক! বাংলায় এবার পুরোহিত ভাতা, দেওয়া হবে বাড়িও

বিধানসভা নির্বাচনের আগে পুরোহিতদের জন্য় মমতার এহেন ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিধানসভা নির্বাচনের আগে পুরোহিতদের জন্য় মমতার এহেন ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata nod to flights from six cities with high Covid counts

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

একুশের বিধানসভা ভোটের আগে পুরোহিতদের জন্য় কার্যত দরাজহস্ত মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রীতিমতো মাস্টারস্ট্রোক দিয়ে পুরোহিতদের জন্য় মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী।

Advertisment

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, রাজ্য়ে সনাতন ব্রাহ্মণদের মাসে হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সেইসঙ্গে ৮ হাজারেরও বেশি গরিব সনাতন ব্রাহ্মণদের বিনামূল্য়ে বাড়ি দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের আগে পুরোহিতদের জন্য় মমতার এহেন ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: বিধানসভা ভোটের আগে তৃণমূলের হিন্দি সেল, কটাক্ষ বিজেপির

Advertisment

এদিন নবান্নে মমতা জানিয়েছেন, ''আমরা আগে সনাতন ব্রাহ্মণদের জন্য় কোলাঘাটে অ্য়াকাডেমি গড়তে জমি দিয়েছি। এই শ্রেণির অনেক ব্রাহ্মণরা গরিব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাঁদের মাসে ১ হাজার টাকা করে ভাতা দেব এবং রাজ্য় সরকারের গৃহ নির্মাণ প্রকল্পে বিনামূল্য়ে বাড়ি দেব''।

প্রসঙ্গত, রাজ্য়ে ইমাম-মোয়াজ্জেনদের জন্য় ভাতা চালু হলেও পুরোহিতদের জন্য় সেই সুবিধা ছিল না। কেন পুরোহিতদের ভাতা দেওয়া হবে না, সে নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করে এসেছে বিরোধীরা। অন্য়দিকে, সম্প্রতি বিজেপির কর্মসমিতির বৈঠকে গত ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজোর দিন বাংলায় লকডাউন জারি নিয়ে তৃণমূল সরকারকে যেভাবে 'হিন্দু বিরোধী' বলে সোচ্চার হয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা, সেই প্রেক্ষাপটে একুশের নির্বাচনের প্রাক্কালে মমতার এহেন ঘোষণা গুরুত্বপূর্ণ বলে ব্য়াখ্য়া রাজনীতির কারবারিদের একাংশের।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee