Advertisment

Rath Yatra: দিঘায় রথযাত্রা নিয়ে বিরাট ঘোষণা! রথের চাকা গড়াবে কবে? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: সমুদ্র নগরী দিঘায় জোরকদমে চলছে জগন্নাথ দেবের মন্দির তৈরির কাজ। সেই কাজ দুরন্ত গতিতে এগোলেও এখনও মন্দিরের কাজ বেশ কিছুটা বাকি রয়ে গিয়েছে। মন্দিরের ভেতরে মূর্তি এসে গিয়েছে। তবে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কবে হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মন্দিরের বাইরেও বেশ কিছুটা কাজ এখনও বাকি আছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee announces Rathayatra will be performed at Digha from next year, দিঘায় এবছর রথযাত্রা হচ্ছে না

Mamata Banerjee: দিঘায় রথযাত্রা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Rath Yatra-Digha: বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিঘায় রথযাত্রা নিয়ে বিরাচ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। এবছর রথের চাকা গড়াবে না সৈকত নগরীতে। আগামী বছর থেকে মহাসমারোহে দিঘায় রথযাত্রা শুরু হবে বলে এদিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

সমুদ্র নগরী দিঘায় জোরকদমে চলছে জগন্নাথ দেবের মন্দির তৈরির কাজ। সেই কাজ দুরন্ত গতিতে এগোলেও এখনও মন্দিরের কাজ বেশ কিছুটা বাকি রয়ে গিয়েছে। মন্দিরের ভেতরে মূর্তি এসে গিয়েছে। তবে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কবে হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মন্দিরের বাইরেও বেশ কিছুটা কাজ এখনও বাকি আছে। জগন্নাথ দেবের মন্দির তৈরির কাজ শেষ না হয়ে আগেভাগে রথযাত্রা করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিন কয়েক আগে অবশ্য রথযাত্রার আয়োজন নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছিল দিঘায়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি রথের কাঠামো তৈরির কাজও প্রায় শেষের পথে। দিঘায় এ বছর রথযাত্রা হবে বলে শোনা যাচ্ছিল। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফে মাইকিং করে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে কোন রুট ধরে যাবে রথ। তবে শেষমেশ এবছর দিঘায় হচ্ছে না রথযাত্রা।

আরও পড়ুন- Kolkata Robbery: পরিচিতের ডাকে দরজা খুলতেই হাড় হিম কাণ্ড! খাস কলকাতায় ফের চলল গুলি

আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা এখবর এখনই পড়ুন! দুরন্ত দক্ষতায় দারুণ তৎপরতা রেলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন, দিঘায় এ বছর রথযাত্রা হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, "এটা ঘোষণা করতে পেরে খুশি যে পুরীর মতো, আমরা পশ্চিমবঙ্গেও দিঘায় ভগবান জগন্নাথের জন্য একটি গর্বিত-অনুপ্রেরণামূলক মন্দির কমপ্লেক্স তৈরি করছি। এখানেও প্রভু, বলভদ্র ও সুভদ্রার পূজা হবে, রথযাত্রাও হবে। কিছু আলোচনা সত্ত্বেও এটাই সত্য যে আগামী বছর থেকেই দিঘায় রথযাত্রা করা হবে।"

আরও পড়ুন- Birbhum: সেই বীরভূমেই ফিরল বগটুইয়ের স্মৃতি! ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুনের অভিযোগ মা-ছেলেকে

তিনি আরও লিখেছেন, "কিছু কাজ এবং প্রক্রিয়া এখনও পর্যন্ত অসম্পূর্ণ রয়ে গিয়েছে। পরের বছর থেকে ভগবানের রথের চাকা গড়ানো শুরুর আগে সেগুলি শেষ করা দরকার। দিঘার রথযাত্রা পূর্ণ শ্রদ্ধা ও গাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। সেখানে সবাই আমন্ত্রিত। দিঘায় প্রভুর আবাস ভারতের জন্য বন্ধুত্বের নতুন জায়গা হিসাবে আবির্ভূত হোক। জয় জগন্নাথ!"

Mamata Banerjee Digha Rath yatra
Advertisment