CM Mamata Banerjee Controversy:প্রতি বছরের মতো এবছরেও কলকাতার রেড রোডে ঈদের (Eid) নামাজের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সঙ্গে নিয়ে এদিন রেড রোডে ঈদের নমাজের অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে সংক্ষিপ্ত ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে সম্প্রীতির বার্তা। সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আবারও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন BJP-কে।
রেড রোডের মঞ্চ থেকে এদিন রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা (Eid Mubarak 2025) জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। সর্বশক্তিমান আল্লাহ সবার রোজা কবুল করুন। সবার আগামী জীবন সুন্দর হোক। সম্প্রীতির বাংলায় যারা আগুন নিয়ে খেলা করছে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের ষড়যন্ত্রে পা দেবেন না।"
বিজেপিকে তুমুল আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "বাংলা থেকে তারা ১৮টা সিট পেয়েছিল, তার মধ্যে ৬টাতে বাংলার মানুষই তাদের হারিয়ে দিয়েছে। বাংলাকে ভাগ করতে চায় ওরা। যে চাঁদ দেখে খুশির ঈদ পালন হয়, সেই চাঁদ দেখেই করোয়া চৌথের উপস ভঙ্গ হয়। চাঁদের কোনো ধর্ম হয় না। সূর্য সবাইকে আলো দেয়। তারও কোনও ধর্ম নেই।"
আরও পড়ুন- Dilip Ghosh:'চোর-ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না', শওকতকে বেনজির আক্রমণ দিলীপের
Eid celebrations at Red Road – 31st March, 2025 | রেড রোডে পবিত্র ঈদ উদ্যাপনে – ৩১ মার্চ, ২০২৫
Eid celebrations at Red Road – 31st March, 2025 | রেড রোডে পবিত্র ঈদ উদ্যাপনে – ৩১ মার্চ, ২০২৫
Posted by Mamata Banerjee on Sunday, March 30, 2025
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, "কোনও দাঙ্গা করতে দেবেন না। আপনারা দাঙ্গা রুখলে ওরা পালিয়ে যাবে। সব ধর্মের রক্ষার জন্য প্রাণ দিতেও রাজি। কারও দাঙ্গার প্ররোচনায় পা দেবেন না। কেউ প্ররোচিত করলে মনে রাখবেন, দিদি পাশে আছে। আমরা বিভাজনের রাজনীতি করি না। একটা বিশেষ রাজনৈতিক দল দাঙ্গা করে। আমরা সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করি। ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল। ধর্মের নামে ব্যবসা বন্ধ করে দেব। লাল-গেরুয়া এক হয়ে অশান্তি করছে। কোনও দাঙ্গা করতে দেবেন না।"