Dilip Ghosh:'চোর-ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না', শওকতকে বেনজির আক্রমণ দিলীপের

Dilip Ghosh-Saokat Molla: ফের বিজেপি নেতা দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। রামনবমীর মিছিল প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেতাকে নিশানা বিজেপি নেতার।

Dilip Ghosh-Saokat Molla: ফের বিজেপি নেতা দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। রামনবমীর মিছিল প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেতাকে নিশানা বিজেপি নেতার।

author-image
Joyprakash Das
New Update
bjp leader Dilip Ghosh attacks tmc mla Saokat Molla

Dilip Ghosh & Saokat Molla: দিলীপ ঘোষ ও শওকত মোল্লা।

Dilip Ghosh attacks Saokat Molla:আবারও দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় শওকত মোল্লা (Saokat Molla)। ক্যানিংয়ে রামনবমীর (Ramnavami) মিছিলে থাকবেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এদিন শওকতকে নিশানা করে দিলীপের মন্তব্য, "এত দম থাকলে নওদা-মোথাবাড়িতে যাক। যেখানে হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে।"

Advertisment

ফের শওকত মোল্লাকে আক্রমণ দিলীপ ঘোষের। শওকত রামনবমীর মিছিলে থাকবেন বলে জানিয়েছেন। একথা শোনার পর দিলীপ ঘোষ বলেন, "শওকত মোল্লার যদি এত দম থাকে তাহলে নওদা-মোথাবাড়িতে যাক। যেখানে হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে। গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে। থানা ভাঙচুর করেছে। সেখানে গিয়ে শান্তি মিছিল করো। মুসলিম ভাইদের বোঝাও। যে চোর-ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না, ভাঙড়ে কাউকে মনোনয়ন দিতে দেয়নি। একটা ডাকাত। আমি নিজে তার ভুক্তভোগী। আমাদের কেন্দ্রীয় সভাপতি যখন ডায়মন্ড হারবারে যাচ্ছিলেন, রাস্তার দু'পাশ থেকে ইট মেরেছে।"

এবারও রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল বেরোবে বলে জানিয়েছেন BJP নেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, "অস্ত্র নিয়ে মিছিল নতুন নয়। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে আছে। মহরমে যদি অস্ত্র নিয়ে মিছিল হতে পারে তাহলে রামনবনীতে নয় কেন? আমাদের সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র আছে। অস্ত্র নিয়ে বেরোব, অস্ত্র নিয়ে বেরনোর এজন্যই দরকার আছে যে মিছিলের সুরক্ষা দিতে হবে। কারণ, পুলিশের উপর কোনও ভরসা নেই।"

আরও পড়ুন- West Bengal News Live: 'দাঙ্গা করতে দেবেন না, ধর্মের নামে ব্যবসা বন্ধ করব', হুঁশিয়ারি মমতার

Advertisment

তিনি আরও বলেন, "পুলিশ সুরক্ষা দিচ্ছে না। পুলিশেরই সুরক্ষা নেই। মোথাবাড়িতে থানা জ্বালিয়ে দিয়েছে। কালিয়াচকেও থানা জ্বালিয়েছে। পুলিশ কী সুরক্ষা দেবে? তাহলে হিন্দুরা কী পুজো-পাঠ করবে না? হিন্দুদের নিজেদের সুরক্ষার জন্যই অস্ত্র নিয়ে বেরোতে হবে।"

dilip ghosh saokat molla Ramnavami news of west bengal news in west bengal Bengali News Today