Mamata Banerjee-Suvendu Adhikari: ফের তৃণমূলনেত্রীর নিশানায় বিরোধী দলনেতা। গতকালই আবারও শাসকদল তৃণমূলকে বেনজির হুঁশিয়ারি দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বিরোধী দলনেতা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার নন্দীগ্রামের BJP বিধায়ককে কড়া জবাব তৃণমূল সুপ্রিমোর। রবিবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের নির্বাচনী সভা থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
শুভেন্দুকে আক্রমণ শানিয়ে কী বললেন মমতা?
"বলছে বোমা ফাটাবে, আগে কালীপটকা ফাটিয়ে দেখা। আমরা বলি, তোদের বিরুদ্ধে বোমা আমরা ফাটাব। হরিদাস পাল, গদ্দার কী ছিল, আর কী হয়েছে? আমি হরিদাস পাল নই, তুমি গুরুদাস পাল। আঙুল ফুলে কলাগাছ। কেন বিজেপিতে গেলে? টাকা বাঁচাতে? পবিবার বাঁচাতে? মনে রেখো, বিজেপি কাল থাকবে না। তোমাদের মতো গদ্দারদের আমরা কোনওদিন জায়গা দেব না।"
গতকাল ঠিক কী বলেছিলেন শুভেন্দু?
'কাল রবিবার। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন। আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। তৃণমূল কুল-কিনারা পাবে না। সেই ব্যবস্থার দিকেই যাচ্ছে। আপনারা অপেক্ষা করুন।'
এর আগেও শুভেন্দু অধিকারীকে তারিখ বেঁধে দিয়ে শাসকদলকে তীব্র আক্রমণ শানাতে শোনা গিয়েছিল। যদিও বিরোধী দলনেতার সেই হুঁশিয়ারির 'ফল' সেভাবে কিছুই দেখা যায়নি। যা নিয়ে সেই সময়েও তাঁকে পাল্টা আক্রমণ শানিয়েছিল শাসক শিবির। গতকালও মালদার রতুয়ার সভা থেকে শুভেন্দু অধিকারীর সেই হুঁশিয়ার পাল্টা জবাব দিয়েছিল তৃণমূলও।
আরও পড়ুন- Rajnath Singh: ‘নামেই মমতা, আচার-ব্যবহারে তার বিন্দুমাত্র ছাপ নেই’, তৃণমূলনেত্রীকে তুলোধনা রাজনাথের!
শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, 'তৃণমূল বেসামাল হওয়ার কোনও জায়গায় নেই। বিজেপি বেসামাল হয়ে আছে। এক দিকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল এবং লক্ষ্মীর ভাণ্ডারের এর ভিত্তিতেই ভোট হচ্ছে।'
আরও পড়ুন- Lok Sabha Election 2024: তুফান গতিতে আয় বেড়েছে! তৃণমূলের ‘কৃষ্ণ’ বাঘা-বাঘাদেরও ঘোল খাওয়াবেন