Bhai Phonta 2025: মুখ্যমন্ত্রীর বাড়ির ভাইফোঁটায় বড় চমক! এবার কারা থাকছেন আমন্ত্রিতদের তালিকায়?

Bhaiphonta 2025: প্রতি বছরই কালীঘাটে নিজের বাড়িতে ধুমধমা করে ভাইফোঁটার আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার অন্যথা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রিতদের তালিকায় এবার কারা থাকতে পারেন জানেন?

Bhaiphonta 2025: প্রতি বছরই কালীঘাটে নিজের বাড়িতে ধুমধমা করে ভাইফোঁটার আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার অন্যথা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রিতদের তালিকায় এবার কারা থাকতে পারেন জানেন?

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee,  Bhaiphonta 2025,  Sovon Chattopadhyay  ,  Shovon Chattopadhyay  Trinamool Congress,  Kalighat  ,TMC leaders Bhaiphonta  ,Mamata Banerjee house  ,Political reunion  ,West Bengal politics  ,TMC celebration,মমতা বন্দ্যোপাধ্যায়  ,ভাইফোঁটা ২০২৫,  শোভন চট্টোপাধ্যায়,  তৃণমূল কংগ্রেস  ,কালিঘাট,  মুখ্যমন্ত্রীর বাড়ি,  তৃণমূলের ভাইফোঁটা উৎসব  ,রাজ্য রাজনীতি  ,রাজনৈতিক চমক  ,পশ্চিমবঙ্গ রাজনীতি

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-Bhaiphonta 2025:প্রতি বছরই ধুমধাম করে নিজের কালীঘাটের বাড়িতে ভাইফোঁটা উৎসব পালন করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ফোঁটা নিতে প্রতি বছরেই তাঁর বাড়িতে হাজির হন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা তাঁর হাত থেকে ভোঁটা নিতে বাড়িতে আসেন।

Advertisment

গত বছর মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন রাজনৈতিকভাবে সক্রিয় না থাকা সত্ত্বেও বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়েছিলেন তিনি। তখনও তৃণমূলে তাঁর ফেরার রাস্তা পুরোপুরি প্রশস্ত হয়নি।

আরও পড়ুন- Women welfare scheme:মহিলাদের ভাতা পুরুষদের হাতে! ফাঁস দুর্নীতির পাহাড়! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর প্রকল্পে কয়েকশো কোটি টাকার জালিয়াতি

Advertisment

তবে এবারে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজেই শোভন চট্টোপাধ্যায়কে প্রশাসনের মূলস্রোতে ফিরিয়ে এনেছেন। এনকেডিএ-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে তাঁর উপর আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এবারের ভাইফোঁটায় কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভনের উপস্থিতি এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

গতবার ভাইফোঁটার অনুষ্ঠানে হাজির ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ দলের বহু শীর্ষনেতা। সূত্রের খবর, এবছরও তাঁদের উপস্থিতি নিশ্চিত।

আরও পড়ুন-Travel:পাহাড়ের কোলে শান্তির নীড়, প্রকৃতি প্রেমীদের 'স্বর্গরাজ্য' পাহাড়ি এই প্রান্ত

তবে শুধু নিয়মিত অতিথিরাই নয়, এবারের ভাইফোঁটায় নাকি থাকছে একাধিক চমকও। মুখ্যমন্ত্রীর বাড়িতে কারা হাজির থাকবেন, তা নিয়ে তৃণমূল মহলে জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, এদিনের উপস্থিতি থেকেই রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলতে পারে।

Bhai Phonta 2025 CM Mamata banerjee Sovon Chatterjee tmc