/indian-express-bangla/media/media_files/2025/10/22/ladki-2025-10-22-19-50-38.jpg)
Ladki Bahin Yojana: মহিলাতের ভাতার টাকা পুরুষদের হাতে।
মহারাষ্ট্র সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প, ‘মুখ্যমন্ত্রী মাজি লাডকি বহেন যোজনা’, যা মহিলাদের জন্য চালু করা হয়েছিল, সেই প্রকল্পে বিপুল দুর্নীতির চিত্র উঠে এসেছে। আরটিআই (RTI)-এর মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, কমপক্ষে ১২,৪৩১ জন পুরুষ এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১,৫০০ করে ভাতা পেয়েছেন — যদিও এই স্কিমটি কেবলমাত্র ২১ থেকে ৬৫ বছর বয়সী মহিলাদের জন্যই নির্ধারিত।
নারী ও শিশু উন্নয়ন দপ্তর (WCD Department) জানিয়েছে, যাচাই প্রক্রিয়ার পর এই পুরুষদের পাশাপাশি ৭৭,৯৮০ জন মহিলাকেও অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদের সকলের কাছেই ভুলভাবে মোট প্রায় ১৬৪.৫২ কোটি টাকা বিতরণ হয়েছে।
২০২৪ সালের জুন মাসে এই প্রকল্পটি চালু হয়, বিধানসভা নির্বাচনের চার মাস আগে। বর্তমানে প্রায় ২.৪১ কোটি মহিলা এই প্রকল্পের আওতায় ভাতা পাচ্ছেন, যার জন্য রাজ্য সরকারের প্রতি মাসে ব্যয় হচ্ছে প্রায় ৩,৭০০ কোটি টাকা।
আরও পড়ুন- Travel:পাহাড়ের কোলে শান্তির নীড়, প্রকৃতি প্রেমীদের 'স্বর্গরাজ্য' পাহাড়ি এই প্রান্ত
আরটিআই তথ্য অনুযায়ী, প্রায় ২,৪০০ সরকারি কর্মচারী, যাদের মধ্যে পুরুষও আছেন, অবৈধভাবে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। যদিও এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও অর্থ পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হয়নি।
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অদিতি তটকারে আগস্ট মাসে জানিয়েছিলেন, তথ্যপ্রযুক্তি দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রায় ২৬ লাখ সুবিধাভোগী প্রকৃতপক্ষে যোগ্য নন বলে সন্দেহ রয়েছে। জেলা পর্যায়ে তাদের যাচাই চলছে।
আরও পড়ুন- Adhir Chowdhury:'বাংলায় ভোট মানে ছাপ্পা-লুঠ-বেমাবাজি সবই হবে', SIR নিয়ে দলের অবস্থান স্পষ্ট অধীরের
একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, “এটি বরফের চূড়ামাত্র। এখনও যাচাই প্রক্রিয়া চলছে, ফলে অযোগ্য অ্যাকাউন্টের সংখ্যা আরও বাড়তে পারে।”
আরও পড়ুন-কালীপুজো মিটতেই ফের 'সুপার অ্যাকশন' মোডে ED, রাজ্যের ডাকাবুকো মন্ত্রীকে 'জরুরি তলব'!
সরকার জানিয়েছে, এখন থেকে সমস্ত নতুন ও পুরনো সুবিধাভোগীর ই-কে ওয়াইসি (e-KYC) যাচাই বাধ্যতামূলক করা হয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম আর না ঘটে।