মমতার ‘বড় ঘোষণা’: কৃষিজ পণ্য পরিবহণে উঠে যাচ্ছে চেক পোস্ট

‘‘১ এপ্রিল থেকে রাজ্যে ১০৯টি চেকপোস্ট তুলে নেওয়া হচ্ছে। কৃষিজাত পণ্য পরিবহণে আর কোনও বাধা থাকবে না। এটা বড় ঘোষণা।বাংলার জন্য ভাল হবে’’।

‘‘১ এপ্রিল থেকে রাজ্যে ১০৯টি চেকপোস্ট তুলে নেওয়া হচ্ছে। কৃষিজাত পণ্য পরিবহণে আর কোনও বাধা থাকবে না। এটা বড় ঘোষণা।বাংলার জন্য ভাল হবে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষিজাত পণ্য পরিবহণে তুলে দেওয়া হচ্ছে চেক পোস্ট। ১ এপ্রিল থেকে রাজ্যে ১০৯টি চেক পোস্ট তুলে নেওয়া হবে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘১ এপ্রিল থেকে রাজ্যে ১০৯টি চেকপোস্ট তুলে নেওয়া হচ্ছে। কৃষিজাত পণ্য পরিবহণে আর কোনও বাধা থাকবে না। এটা বড় ঘোষণা। এতে সমাজের বড় একটা অংশ স্বস্তি পাবে। বাংলার জন্য এটা ভাল’’।

Advertisment

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কৃষিজ পণ্য নিয়ে চেক পোস্টে অনেকক্ষণ দাঁড়াতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, বেশি সময় লাগায় শস্য, কৃষিজ জিনসগুলো নষ্ট হয়ে যায়। এ নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে বহু অভিযোগ পাচ্ছিলাম। আর যাতে এই সমস্যা না হয়, যাতে ভালভাবে কৃষিজ পণ্য পরিবহণ করা যায়, সেজন্যই ১০৯টি চেক পোস্ট তুলে নেওয়া হচ্ছে’’।

আরও পড়ুন: শোভন চাইলে আমি হাসিমুখে সরে যাব: রত্না

তবে চেক পোস্ট উঠলেও সেখানে যাঁরা কাজ করতেন, তাঁদের চাকরি যাবে না বলেই এদিন আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘৬৫০ জন কর্মী কাজ করতেন। তাঁদের কারও চাকরি যাবে না। নিকবতবর্তী কিষাণ মান্ডিতে নিয়োগ করা হবে তাঁদের। তাঁরা বহাল তবিয়তে থাকবেন’’।

Advertisment

আরও পড়ুন: রবীন্দ্রভারতীর পুনরাবৃত্তি! আবির দিয়ে বুকে-পিঠে কুকথা আরামবাগে

এ সিদ্ধান্ত প্রসঙ্গে নবান্নে মুখ্যসচিবকে পাশে নিয়ে মমতা আরও বলেন, ‘‘এটা একটা বড় ঘোষণা। কৃষি আমাদের বড় সম্পদ। চেক পোস্ট না থাকলে, অনেকে স্বস্তি পাবেন। বাংলার জন্য ভাল হবে’’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee