Mamata Banerjee: BJP শাসিত রাজ্যে হেনস্থার মুখে বাঙালিরা, প্রতিবাদে আজ 'ভাষা আন্দোলনের' সূচনায় মমতা

Language movement launch: দেশের একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশি বলে হেনস্থার অভিযোগ উঠেছে। তা নিয়েই প্রতিবাদে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Language movement launch: দেশের একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশি বলে হেনস্থার অভিযোগ উঠেছে। তা নিয়েই প্রতিবাদে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee Bolpur:বাঙালি অস্মিতায় আঘাত একের পর এক রাজ্যে। ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ উড়ছে অহরহ। এমনকি বাংলাদেশে পুষ্পাকের মত মারাত্মক অভিযোগ সামনে এসেছে। এরই প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বোলপুর থেকে শুরু তার প্রথম কর্মসূচি।

Advertisment

সোমবার বোলপুরে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বাঙ্গালীদের ওপর ভিন রাজ্যে হেনস্তার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী।

ধর্মতলা একুশে জুলাই এর মঞ্চ থেকেই মেগা কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ। আজ বোলপুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু ভাষা আন্দোলনের মহা মিছিল।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল পুন্যার্থীদের ভিড়ে, উত্তর প্রদেশের মন্দিরে মর্মান্তিক মৃত্যু, হাহাকার!

এদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুমুল প্রশাসনিক তৎপরতা বীরভূমে। গতরাতেই বীরভূমে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ দলীয় কর্মসূচির পাশাপাশি ঠাসা প্রশাসনিক কর্মসূচি রয়েছে তার। বোলপুরে প্রশাসনিক বৈঠক শেষ করার পর লজ মোড় থেকে মিছিলে হাঁটতে শুরু করবেন তৃণমূল নেত্রী। জামমুড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে যাবেন তিনি। মিছিল শেষে হবে সংক্ষিপ্ত সভা।

আরও পড়ুন- Kolkata weather Update:আজও ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, সকালেই আঁধারে ডুবল কলকাতা!

Bolpur Bengali News Today CM Mamata banerjee