West Bengal weather update:ফের এক দফায় প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়। একদিকে শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং অপরদিকে অত্যন্ত সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে আগামী কয়েক দিন গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির দাপট চলবে। তবে ভারী বৃষ্টি চলতে পারে এই সপ্তাহের একেবারে মাঝামাঝি সময় পর্যন্ত। আজ সপ্তাহের প্রথম দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা জেলার পাশাপাশি দুই বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পুরোপুরি কমবে না। এই সপ্তাহের একেবারে শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে।
আরও পড়ুন- Municipality politics: তৃণমূল পরিচালিত শতাব্দী প্রাচীন পুরসভায় অনাস্থা প্রস্তাব, চেয়্যারম্যান অপসারণের জল্পনা তুঙ্গে
কলকাতার ওয়েদার আপডেট
সপ্তাহের প্রথম দিন সোমবারের সকাল থেকে শহর কলকাতায় মেঘলা আকাশ। যেন সাতসকালেই আঁধারে ডুবেছে কলকাতা। বেলা বাড়লে আজ কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির জোরালো সম্ভাবনা তিলোত্তমা মহানগরীতে। যার আভাসটা মিলতে শুরু করেছে সকাল থেকেই।
আরও পড়ুন-Malda News: উত্তাল মালদা! বেনজির বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ, ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহের পুরো সময়টাই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সোমবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি মালদা এবং দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং জেলায়। চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট বহাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- TMC Language rights protest : পাখির চোখ ২৬-এর নির্বাচন, 'ভাষা আন্দোলনকে' হাতিয়ার করে আটঘাট বেঁধে আসরে তৃণমূল