আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হেরেছে ভারত। ফাইনালে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে রোহিতদের পরাজয় দেখেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের উপস্থিত সত্ত্বেও ভারতের শোচনীয় হার নিয়ে নানা টিপ্পনি চলছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশনে সেই বিতর্ক আরও উস্কে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
কী বলেছেন মমতা?
এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক সভায় মমতা বলেন, 'ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় বা ওয়াংখেড়ে স্টেডিয়ামে হত তা হলে ভারত জিতত।'
'নীল জার্সির মধ্যেও গেরুয়া'
এর আগেও ভারতীয় দলের প্র্যাকটিশ জার্সির রং নিয়ে সরব হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এদিনও জার্সির গেরুয়া রং নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'আমাদের খেলোয়াড়দের গেরুয়া পরিয়ে দিচ্ছে। ওরা পরতে চায়নি। তার পরেও নীল জার্সির মধ্যে গেরুয়া লাগিয়ে দিয়েছে।'
নাম না করে মোদী-শাহ-কে আক্রমণ
এখানেই শেষ নয়, মোদী-শাহকে নাম না করে তীব্র আক্রমণ করেছেন মমতা। বলেছেন, 'পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানেই ঝামেলা। পাপে কখনও বাপেরেও ছাড়ে না। এত ভীতুর দল দেখিনি। ভারত ১০টা ম্যাচে ভাল ভাবে জিতল। কিন্তু ফাইলানে হেরে গেল। পাপিষ্ঠরা যেখানে গেল সেখানেই হারল।'
কী বলেছিলেন রাহুল গান্ধী
গত মঙ্গলবার রাজস্থানের জালোরে জনসভার মাঝে রাহুল গান্ধী বিশ্বকাপ ক্রিকেটে ভারতের পরাজয়ের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, 'ভালো খেলছিল আমাদের ছেলেরা। বিশ্বকাপ জিতে যেত ওরা। কিন্তু, অপয়া এসে হারিয়ে দিল।' মুখে নাম নিলেও রাহুল আদতে মোদী-শাহকেই নিশানা করেছিলেন বলে মনে করা হয়। কংগ্রেস সাংসদের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। সরব হয় বেজেপি।
সামনেই লোকসভা ভোট। ফলে ক্রিকেট বিশ্বকাপও এখন রাজনীতির ময়দানে। তাই আমেদাবাদে ভারতের পরাজয় রাহুল গান্ধী, মমতা বন্দ্য়োপাধ্যায়দের তোলপাড় ফেলা মন্তব্য বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- তৃণমূলের লোকজনের জন্য যেন কোনও কারখানার গেট বন্ধ না হয়: মমতা