scorecardresearch

‘চকোলেট বোমা ফাটালেই NIA আসছে’, ফের সোচ্চার ‘তিতিবিরক্ত’ মমতা

আবারও মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রের মোদী সরকার।

mamata banerjee accuse modi govt to intervine judiciary
ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রের মোদী সরকার। ‘একটা চকোলেট বোমা ফাটালেই এনআইএ আসে’। বাংলায় কেন্দ্রীয় এজেন্সির ‘সক্রিয়তা’ ইস্যুতে আবারও বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী। আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এক প্রকার পালা করে সফর করছে কেন্দ্রীয় দল। ঠিক এই আবহেই মুখ্যমন্ত্রীর এই আক্রমণ রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ফের কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক ঘটনায় কেন্দ্রের বিভিন্ন এজেন্সির সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে। ইডি, সিবিআই থেকে শুরু করে রাজ্যে ঘটা একাধিক ঘটনার তদন্ত করছে এনআইএ। বাংলার সরকারকে অপদস্থ করতেই কেন্দ্রের মোদী সরকার তদন্তের নামে ‘প্রহসন’ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের নেতারা। কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপির কথায় চলে তৃণমূলের নেতাদের হেনস্থা করছে বলে অভিযোগ জোড়াফুলের নেতাদের।

আরও পড়ুন- ‘গেরুয়া’ গান বিতর্ক অতীত, অরিজিতের পাশে দাঁড়িয়ে বিরাট আশ্বাস মমতার

আজ ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেল সেই একই কথা। এদিন মুর্শিদাবাদের সাগরদিঘিতে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘একটা উইপোকা কামড়ালেও কেন্দ্রীয় দল আসে। ঘরে জোনাকি পোকা ঢুকলেও কেন্দ্রীয় দল আসে। দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, অসম ওখানে নানা ঘটনা ঘটে। সেখানে কিন্তু কেন্দ্রীয় দল যায় না।’

রাজনৈতিকভাবে পেরে না উঠে বিজেপি এজেন্সি লাগিয়ে বাংলায় তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা করছে বলে এদিন ফের একবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে নজিরবিহীন আক্রমণ করে মমতার আরও হুঙ্কার, ‘বদলা আমি নেব না। তবে বদল ঘটাবই।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee criticize bjp regarding central agencies initiativeness