আগেই কেন্দ্র আন্দামানের দুই দ্বীপ নীল আইল্যান্ড ও হেভলক দ্বীপের নামকরণ করেছে যথাক্রমে শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। ১২৭তম জন্মবার্ষিকীতে দেশনায়ককে শ্রদ্ধা জানাতে 'পরাক্রম দিবসে' আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২১টি বড় অনামি দ্বীপের নামকরণ পরমবীর চক্র প্রাপকদের নামে নামকরণ করেছেন প্রধানমন্ত্রী। যা নিয়ে রেড রোডের নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ইতিহাস স্মরণ করানোর চেষ্টা করেছেন তিনি। মমতা বলেন, 'নতুন করে এসব নামকরণের অর্থ নেই। নেতাজি নিজেই তা করে গিয়েছিলেন। তিনি যখন আন্দামানে যান, তখনই দ্বীপের নামকরণ করেছিলেন।'
এদিন ফের নেতাজির তৈরি প্ল্যানিং কমিশনের অবলুপ্তি নিয়ো মোদী সরকারের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বের দাবি, সুভা।চন্দ্র বসুকে প্রকৃত সম্মান জানিয়েছে মোদী সরকার। মমতার বলেন, 'কীসের সম্মান? নেতাজির তৈরি প্ল্যানিং কমিশনটাই তো তুলে দিল।'
আরও পড়ুন- ‘নেতাজির যা লক্ষ্য, সঙ্ঘেরও সেই লক্ষ্য’, বললেন আরএসএস প্রধান মোহন ভগবত
দেশের স্বাধীনতায় ইংরেজদের বিরুদ্ধে চরম লড়াইয়ের পক্ষে ছিলেন নেতাজি। বাংলার মুখ্যমন্ত্রীর মুখেও এদিন ছিল ফের লড়াইয়ের বার্তা। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় একাধিক এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে মোদী সরকার। মমতা এদিন বলেছেন, 'অনেকে এজেন্সির ভয় পালিয়ে যায়। আমরা পালাই না। আরে করো না ভাই। যত পারো, এজেন্সি লাগাও, কিন্তু দেশটাকে এক রেখে দাও। দেশটাকে ভেঙো না।' বাংলায় নানা ইস্যুতে কেন্দ্রীয় দল পাঠানোরও সমালোচনা উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায়। বলেন, 'এখন তো আরশোলা মরলেও কেন্দ্রীয় দল আসছে। গত কয়েক মাসে একাধিক কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে বাংলায়। গাড়িতে হিঁচড়তে হিঁচড়তে নিয়ে গেল, কোথায় ত কেন্দ্রীয় দল? উত্তরপ্রদেশে কেন এইসব দল পাঠানো হয় না?'
প্রতিবছরের মত এবারও নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপণ অনুষ্ঠানে রেড রোডে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ সুগত বসু, তাঁর ভাই সুমন্ত বসু। এছাড়াও উপস্থিত ছিলেন বসু পরিবারের আরেক সদস্য চন্দ্র বসু। এর আগে চন্দ্র বসু তৃণমূলের বিরুদ্ধে লোকসভা ও বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির প্রতীকে। তবে, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে মোদী সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধেও তাঁর মত জানিয়েছেন।