বাংলায় কর্মসংস্থানের হার গোটা দেশের তুলনায় ভাল। প্রায়ই এই দাবি করেন মুখ্যমন্ত্রী। নিয়োগ সমন্ধে বৃহস্পতিবার স্টুডেন্ট ক্রেডিটস কার্ডের পরিষেবা প্রদান সংক্রান্ত এক অনুষ্ঠানে বড় ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, '৩০ হাজার চাকরি রেডি, যেকোনও দিন নিয়োগপত্র দিয়ে দেব।'
Advertisment
এ দিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমরা আইটিআই, পলিটেকনিকে স্কিল ট্রেনিং দিচ্ছি। ৩০ হাজার ছেলেমেয়েকে চাকরি দেওয়া হবে। রাজ্য সরকার জব ফেয়ার করছে। শিল্প সংস্থা আর চাকরিপ্রার্থীদের মধ্যে এই জব ফেয়ার সেতুবন্ধনের কাজ করছে। এবার দ্রুত নিয়োগের পর্ব শুরু হয়ে যাবে। আরও ১৪ হাজারের
অর্থাৎ, আইটিআই পাস করা কর্মদক্ষরাই চাকরির নিয়োগ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মেধাবী পড়ুয়াদের উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী আর্জি, 'আমার ছোট ছোট ভাই-বোনেরা তোমরা বিদেশে পড়তে যাও। কিন্তু পড়া শেষ করে আবার ফিরে এসো। কারণ এ মাটি তোমাকে যা দিয়েছে, যা দিতে পারে, তা আর কোনও মাটি পারবে না। বাংলার সন্তানরা যদি বাংলায় না থাকেন, তাহলে এ রাজ্যের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি চালাবে কারা?'
২০১১ সালের পর শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের কাজের খতিয়ান দিতে গিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, মাত্র ১০ বছরে ৩০টি বিশ্ববিদ্যালয়, ৫১টি নতুন কলেজ, ১৪টি মেডিক্যাল কলেজ, ২৭২টি আইটিআই, ১৭৬টি পলিটেকনিক, ৭ হাজার নতুন স্কুল, ২ লক্ষের বেশি অতিরিক্ত ক্লাস তৈরি হয়েছে।
এই অনুষ্ঠানেও মমতা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন। বলেছেন, '১০০ দিনের কাজের টাকা গত ৬ মাস ধরে বন্ধ, ইউজিসি-র টাকা অনেক জায়গায় দেয় না। পিএইচডি পড়ুয়া গ্রান্ট পাচ্ছেন না। বাংলার ঘর তৈরির টাকা পরিকল্পনা করে বন্ধ করেছে। এইসব টাকা রাজ্য থেকে তুলে নিয়ে যায় কেন্দ্র। কিন্তু ভাগের শতাংশ সঠিকভাবে দেয় না। রাজনৈতিক কারণে অর্থনৈতিক ব্লক করা হচ্ছে।'