Advertisment

Mamata Banerjee-Dev: 'তুমি তো চ্যাম্পিয়ন', দেবকে পাশে দাঁড় করিয়ে কেন একথা মুখ্যমন্ত্রীর মুখে?

Mamata Banerjee-Dev: রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন দেব। এরপর সোমবার আরামবাগের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেখা গিয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে। প্রকাশ্য সভায় দেবের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আসন্ন লোকসভা নির্বাচনে দেব আর দাঁড়াবেন কিনা তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee Dev on Ghatal Master Plan in Arambag

Mamata Banerjee-Dev: আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাটালের তৃণমূল সাংসদ দেব।

Mamata Banerjee-Dev: যাবতীয় বিতর্কের অবসান দেব নিজেই করেছিলেন, এবার ভরা মঞ্চে দলের তারকা সাংসদকে পাশে রেখে জল্পনা-জব্দে কথাটা বলেই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের প্রশাসনিক সভায় ঘাটালের (Ghatal) তৃণমূল সাংসদ দেবকে (Dev) দরাজ সার্টিফিকেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

Advertisment

দেবকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

"দেব ইউ আর দ্য চ্যাম্পিয়ন। আমি কিন্তু তোমার আবদার রেখেছি।"

গত কয়েকদিন ধরেই ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) দেব আর দাঁড়াবেন কিনা কিংবা রাজনীতি থেকেই তিনি দূরে চলে যাবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। দেব নিজেও প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে মুখ খুলতে গিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন। তবে বিতর্ক আরও বেড়ে যাওয়ায় রবিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) সঙ্গে দেখা করেন দেব। সূত্রের খবর, তারপরেই দেবকে নিয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটে।

ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Masterplan) নিয়ে একাধিকবার দেবকে লোকসভায় সরব হতে দেখা গিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের ঔদাসীন্যে এখনও সেই প্রকল্প বাস্তবায়ন করা যায়নি, এমনই অভিযোগ তৃণমূলের। তবে ঘাটাল মাস্টারপ্ল্যানের বিষয়টি এবার মুখ্যমন্ত্রীকেই দেখতে অনুরোধ করেছিলেন দেব। সোমবার আরামবাগের (Arambag) প্রশাসনিক সভা থেকে এবিষয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Sandeshkhali-CV Ananda Bose:’শাহজাহান-শিবুরা ফিরলে এবার যা করবে মুখ দেখাতেও পারব না’, রাজ্যপালকে বললেন মহিলারা

তিনি এদিন বলেন, "দেব আমাকে ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা বলেছে। মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করে নিয়েছি। দেব আবদার করেছে। দিদি তো ভাইকে ফেরাতে পারে না। কেন্দ্রের জন্য বসে না থেকে আমি নির্দেশ দিচ্ছি, পরিকল্পনা তৈরি করে ৩-৪ বছরের মধ্যে এটা করে ফেলতে হবে।"

আরও পড়ুন- Sundarban: ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে সুন্দরবনের জঙ্গল, ফের বীভৎস কাণ্ডে দ্বীপাঞ্চলে হাহাকার!

এদিন প্রশাসনিক ওই সভায় দেব বলেন, "আমি ১০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করছি। এবার আমি একজনের উপরেই ভরসা রাখছি। আমার বিশ্বাস, মমত বন্দ্যোপাধ্যায়ই পারবেন এই কাজ বাস্তবায়ন করতে।"

Mamata Banerjee Dev Ghatal loksabha election 2024
Advertisment