Mamata Banerjee-Dev: রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন দেব। এরপর সোমবার আরামবাগের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেখা গিয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে। প্রকাশ্য সভায় দেবের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আসন্ন লোকসভা নির্বাচনে দেব আর দাঁড়াবেন কিনা তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।
"দেব ইউ আর দ্য চ্যাম্পিয়ন। আমি কিন্তু তোমার আবদার রেখেছি।"
গত কয়েকদিন ধরেই ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) দেব আর দাঁড়াবেন কিনা কিংবা রাজনীতি থেকেই তিনি দূরে চলে যাবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। দেব নিজেও প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে মুখ খুলতে গিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন। তবে বিতর্ক আরও বেড়ে যাওয়ায় রবিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) সঙ্গে দেখা করেন দেব। সূত্রের খবর, তারপরেই দেবকে নিয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটে।
ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Masterplan) নিয়ে একাধিকবার দেবকে লোকসভায় সরব হতে দেখা গিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের ঔদাসীন্যে এখনও সেই প্রকল্প বাস্তবায়ন করা যায়নি, এমনই অভিযোগ তৃণমূলের। তবে ঘাটাল মাস্টারপ্ল্যানের বিষয়টি এবার মুখ্যমন্ত্রীকেই দেখতে অনুরোধ করেছিলেন দেব। সোমবার আরামবাগের (Arambag) প্রশাসনিক সভা থেকে এবিষয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এদিন বলেন, "দেব আমাকে ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা বলেছে। মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করে নিয়েছি। দেব আবদার করেছে। দিদি তো ভাইকে ফেরাতে পারে না। কেন্দ্রের জন্য বসে না থেকে আমি নির্দেশ দিচ্ছি, পরিকল্পনা তৈরি করে ৩-৪ বছরের মধ্যে এটা করে ফেলতে হবে।"
এদিন প্রশাসনিক ওই সভায় দেব বলেন, "আমি ১০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করছি। এবার আমি একজনের উপরেই ভরসা রাখছি। আমার বিশ্বাস, মমত বন্দ্যোপাধ্যায়ই পারবেন এই কাজ বাস্তবায়ন করতে।"