লোকসভা ভোটের আগে পাহাড়ের উন্নয়ন নিয়ে তৎপরতা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুততার সঙ্গে পাহাড়ের উন্নয়নমূলক প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার জিটিএ-র সঙ্গে বৈঠকে বসেন মমতা। সেই বৈঠক থেকেই পাহাড়ের উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করতে জিটিএকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বলেন, ‘‘লোকসভা ভোটের পর আমরা জিটিএ চুক্তি পর্যালোচনা করে দেখব। দেখা যাক দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পঙের জন্য ভাল কিছু ব্যবস্থা করতে পারি কিনা।’’ পাহাড়ের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর তৎপরতা প্রসঙ্গে জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং বলেছেন, ‘‘উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী...উনি এও বলেছেন, আমাদের সদর দফতর লাল কুঠির সংস্কার করা হবে। শুক্রবার থেকেই এই সংস্কারের কাজ শুরু হবে।’’
আরও পড়ুন, ‘বিজেপির চোখে নেতাজী দেশনায়ক নন’, বললেন মমতা
তফশিলি তালিকায় ১১টি গোর্খা সাব-কমিউনিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন পাঠিয়েছি। তবে ওরা কিছুই করছে না। যদি কেন্দ্রে নতুন সরকার আসে, তবে আমরা ভাল কিছু করব।’’ উল্লেখ্য, বৃহস্পতিবার জিটিএ-র সদর দফতরে মুখ্যমন্ত্রীর বৈঠকে ছিলেন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং, ভাইস চেয়ারম্যান অনীত থাপা-সহ আরও অনেকে।
লোকসভা ভোটে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের মহাজোটকে সমর্থন জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক অনীত থাপা। এদিন তিনি বলেন, বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। জোটকে সমর্থন করা উচিত তরাই, ডুয়ার্স-সহ পাহাড়বাসীর। বিজেপিকে নিশানা করে অনীত থাপা আরও বলেছেন, ‘‘ওই দলকে হঠাও, যারা মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া গোর্খাদের জন্য কিছুই করেনি।’’ একইসঙ্গে থাপা বলেছেন, ‘‘কেন্দ্রে যেদিন দায়িত্বশীল সরকার আসবে, সেদিনই গোর্খাদের স্বপ্ন পূরণ হবে...কেন্দ্রে নতুন সরকার আসার সময় এটা, যারা গোর্খাদের ইস্যু গুরুত্ব সহকারে দেখবে।’’
অন্যদিকে, বিমল গুরুংকে নিশানা করে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘হিংসা কখনই গণতন্ত্রের অংশ হতে পারে না। আমরা হিংসার ঘটনায় নিন্দা জানাচ্ছি। যেকোনও ধরনের বিক্ষোভেই হিংসা বরদাস্ত নয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে গোর্খাদের স্বপ্ন পূরণ করায় বিশ্বাসী নতুন গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খাদের দীর্ঘদিনের দাবি পূরণে যাঁরা নিজেদের প্রাণ দিয়েছেন, তাঁদের ভুল পথে চালনা করেছেন একজন নেতা, যিনি ক্ষমতার স্বার্থে হিংসা ছড়ানো ছাড়া কিছুই করেননি।’’
Reaf the full story in English