/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Mamata-Banerjee-5.jpg)
Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee: সরাসরি সে প্রসঙ্গে না গিয়েও এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Jharkhand CM) হেমন্ত সোরেনের (Hemant Soren) গ্রেফতারিতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ED-র হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। জমি দুর্নীতি (Land Scam) মামলায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) গ্রেফতারির আশঙ্কা করছেন? সরাসরি তা না বললেও মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমাকেও যদি জেলে পুরে দেয়, জেল ফুটো হয়ে বেরিয়ে আসব।"
এদিন কী বলেছেন মুখ্যমন্ত্রী?
"সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও, আমাকেও যদি জেলে পুরে দেয় জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছে। আমাদের সবাই চোর? আর আপনারা সাধু? চোরেদের জমিদার, জোৎদার। চোরের মায়ের বড় গলা! শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে, তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে। সব বিদায় নেবে।"
আরও পড়ুন- কম খরচেই দ্রুত বিপুল আয়! বেকারদের রোজগারের দিশা দেখাচ্ছেন এই প্রৌঢ়!
সামনেই লোকসভা নির্বাচন। তার ঠিক কয়েকমাস আগে এবার বিজেপি বিরোধী রাজ্যের এক মুখ্যমন্ত্রীকেই জেলে পুরল মোদী সরকারের (Modi Govt) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বিভাগ। সম্প্রতি বিজেপি বিরোধী যে I.N.D.I.A জোট তৈরি হয়েছে তার অন্যতম শরিক হল ঝাড়খণ্ডের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা JMM। জমি দুর্নীতির অভিযোগে এবার JMM-এর শীর্ষ নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকেই গ্রেফতার করেছে ইডি (ED)।
আরও পড়ুন- LPG Cylinder Price Hike: বাজেটের দিনেই দাম বাড়ল রান্নার গ্যাসের, কলকাতায় নতুন দাম কত?
ইডি সূত্রের দাবি, জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে বেশ কিছু তথ্য-প্রমাণ মেলে। তারই ভিত্তিতে জেএমএম নেতাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। তবে সূত্রের দাবি, ইডির দফায়-দফায় জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তর দিতে পারেননি হেমন্ত সোরেন। শেষমেশ তাঁকে গ্রেফতার করা হয়। হেমন্ত সোরেনের জায়গায় এখন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন চম্পাই সোরেন (Champai Soren)।