ইন্ডিয়া জোটের বৈঠকে নেত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। সর্বভারতীয়স্তরে দলের রাশ 'ভাইপো'র দিয়ে দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে নানা কথা হয়েছে। এরপরই রাজ্যে বকেয়ার দাবিতে গত অক্টোবরে রাজধানীর বুকে আন্দোলনে নেমেছিলেন তৃণমূল। যার নেতৃত্বে ছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁকে পুলিশের হাতে হেনস্থাও হতে হয়েছে। দু'মাসের মধ্যে ফের একবার দিল্লি অভিযানে জোড়-ফুল। তবে এবার আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নয়, অভিযানের নেতৃত্বে থাকবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজী ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশনে এই ঘোষণা করেছেন সুপ্রিমো।
ডিসেম্বরে দিল্লিতে মমতা
আগামী মাসেই 'দিল্লি চলো'-র ডাক দিলেন তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়াতে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন। নেতাজী ইন্ডোরে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, 'ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আমরা দিল্লিতে যাব। সেই সময় সংসদে অধিবেশন চলবে। আমি দলের সব সাংসদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখার করার সময় চাইব। যদি সময় দেন ভাল, নইলে রাস্তাই আমাদের পথ দেখাবে। যদি আমাদের মারে, মারুক অসুবিধা নেই। সিপিএমের কাছে অনেক মার খেয়েছি। আপনাদের কাছেও না হয় একটু মার খেলাম। মার খেলে শক্তি বাড়ে, চিন্তা করার কোনও কারণ নেই। এখন থেকে তৈরি হতে হবে।'
আরও পড়ুন- ‘পাপিষ্ঠরা যেতেই বিশ্বকাপে ভারতের পরাজয়’, বিতর্ক উস্কে রাহুলের দাবিকেই মান্যতা মমতার!
গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্নায় বসেছিল তৃণমূলের সাংসদ-মন্ত্রীরা। অভিষেক তখনই জানিয়েছিলেন, এই আন্দোলনে দিল্লির সরকার বকেয়া টাকা না মেটালে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনে নামবে তৃণমূল। সেইমতই দিল্লির অভিযানের সময় ঘোষণা করলেন দলনেত্রী। তবে এখনও দিনক্ষণ জানাননি। আগামী দিনে রাজধানীতে কি তোলপাড় হয় সেদিকেই এখন নজর।
'মোদী সরকার আর তিন মাস'
বকেয়া থেকে ইন্ডিয়া জোট- একাধিক ইস্যুতে এ দিন মোদী সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ইন্ডিয়া জোট প্রসঙ্গেবিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছেন, 'দিল্লি এবার দখল হবে। আর তিন মাস ওঁদের মেয়াদ। কিন্তু আমাদের ১০০ দিনের কাজ, বাংলা আবাস ও রাস্তার টাকা দিতেই হবে। এটা তোমাদের টাকা নয়, জনগণের টাকা। জনগণের টাকা ফেরত দাও, নইলে বিদায় নাও। এর বাইরে আর কোনও কথা নেই।'
আরও পড়ুন- পার্থ, কেষ্ট, বালু, মানিক, জেলে, ‘বদলা’র আগুনে জ্বলছেন মমতা! দিলেন ভীষণ হুঁশিয়ারি!
আরও পড়ুন- তৃণমূলের লোকজনের জন্য যেন কোনও কারখানার গেট বন্ধ না হয়: মমতা