করোনার বিরুদ্ধে লড়াইয়ে গত কয়েকদিনের মতো এদিনও কলকাতার বিভিন্ন প্রান্তে সচেতনতার প্রচার করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গাড়িতে করে শহরের বিভিন্ন প্রান্তে পরিদর্শন করেন মমতা। করোনায় লকডাউন পরিস্থিতিতে সকলকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। এদিন মমতা বলেন, ''যতক্ষণ না করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হচ্ছি আমরা, ততক্ষণ বাড়িকেই মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার বানান''। এদিন রমজান মাসের শুভেচ্ছাও জানিয়েছেন মমতা।
উল্লেখ্য়, করোনা আবহে এর আগেও বাড়িতে পুজো-প্রার্থনা করার আবেদন জানিয়েছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। পয়লা বৈশাখের প্রাক্কালে সাংবাদিক বৈঠকে মমতা বলেছিলেন, ''এই প্রথমবার পয়লা বৈশাখের আগের রাতে মা কালী দর্শন করতে পারব না। মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব''। এ প্রসঙ্গে এ বছর রাজ্য়বাসীকে বাড়িতেই নববর্ষ উদযাপনের বার্তা দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেছিলেন, ''বাড়িতেই পুজো করুন''।
আরও পড়ুন: বাংলায় ৫৭ জন মৃত, কিন্তু ১৮ জনের মৃত্যু করোনাতে, বাকিদের অন্য রোগে: মুখ্যসচিব
রমজান মাসের শুরুতে এদিন করোনা মোকাবিলায় সচেতনতার প্রচার করতে গিয়ে শহরবাসীকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন মমতা। এদিন, যাদবপুর ৮ বি, প্রিন্স আনোয়ার শাহ রোড এলাকায় যান মুখ্য়মন্ত্রী। গাড়িতে বসেই মাইক হাতে সচেতনতার প্রচার করেন মমতা।
এদিকে, বাংলায় করোনায় আরও ৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে এ রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১৮, শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য়সচিব রাজীব সিনহা। বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ৫১ জন আক্রান্ত কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানানো হয়েছে। বাংলায় এখন করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৩৮৫।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন