Advertisment

Mamata Banerjee: 'ভোটের আগে একটা ছোট্ট সন্দেশ পেয়েছিল', বিরোধীদের যারপরনাই কটাক্ষ মমতার!

Lok Sabha Election 2024: উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার সারছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ডাবগ্রাম-ফুলবাড়িতে নির্বাচনী সভা করেন তিনি। জলপাইগুড়ির তৃণমূল প্রার্থীর সমর্থনে সেই সভা থেকে বিরোধীদের তুমুল আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত তিনি উত্তরবঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন। তারপর উত্তরবঙ্গ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অসমে যাবেন বলে জানান।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 mamata banerjee malda kaliachak

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: আবারও সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলিকে তুলোধনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শনিবার ডাবগ্রাম-ফুলবাড়ির নির্বাচনী সভা থেকে উত্তর ২৪ পরগনার দ্বীপাঞ্চলের বিক্ষোভ-প্রতিবাদ নিয়ে বিরোধীদের আক্রমণের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার মুখ খুলেছেন বেঙ্গালুরুতে ক্যাফে বিস্ফোরণে (Bengaluru Cafe Blast) জঙ্গি গ্রেফতারি নিয়েও।

Advertisment

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঠিক মুখে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। সেখানকার একদা দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ও তার ঘনিষ্ঠদের দিনের পর দিন অত্যাচারের কাহিনী রীতিমতো শিউরে ওঠার মতোই। যদিও বর্তমানে শেখ শাহজাহানরা জেলে। রাজ্য পুলিশই প্রথম তাকে গ্রেফতার করে। সন্দেশখালির ঘটনা নিয়ে বিরোধীরা 'রাজনীতি' করছে বলে এদিন ফের একবার অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো।

সন্দেশখালিতে ইস্যুতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কটাক্ষ করে বলেন, "ভোটের আগে একটা ছোট্ট সন্দেশ পেয়েছিল। ওখানে কোনও খুনই হয়নি। যা হয়েছিল, মিটিয়ে দিয়েছি। সব ফিরিয়ে দিয়েছি। আমাদের লোককে আমরাই গ্রেফতার করেছি।"

আরও পড়ুন- North Sikkim Tour: ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য বাম্পার খবর! দারুণ উদ্যোগে জমে ক্ষীর উত্তর সিকিম ভ্রমণ

আরও পড়ুন- Abhijit Ganguly vs ISF: তমলুকে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে প্রার্থী দিল ISF, পরিচয় জানলে চমকে যাবেন

এদিকে, গত পরশু গভীর রাতে নিউ দিঘার (New Digha) হোটেল থেকে বেঙ্গালুরুতে ক্যাফে বিস্ফোরণে জড়িত দুই IS জঙ্গিকে গ্রেফতার করেছে NIA। জঙ্গি গ্রেফতারি নিয়ে রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করে এদিন তৃণমূলনেত্রী বলেন, "বেঙ্গালুরুতে একটা ঘটনা ঘটল। ওরা বলেছিল বাংলা নিরাপদ নয়। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা আর বাংলা আলাদা। ২ ঘণ্টার জন্য মেদিনীপুরে লুকিয়েছিল। আমাদের পুলিশ খুঁজে দিয়েছে।"

আরও পড়ুন- Adhir Chowdhury: খাসতালুকে ফের বিক্ষোভের মুখে অধীর, ‘গো-ব্যাক’ শুনে হারালেন মেজাজ, কাকে সপাটে কষালেন চড়?

Mamata Banerjee NIA Sandeshkhali loksabha election 2024 bengaluru blast
Advertisment