করোনায় 'সবিনয়ে' মাস্কের বিকল্প বাতলালেন মমতা

মমতা বলেন, ''এ সময় নিজেকে সুস্থ রাখতে নিমপাতা, তুলসী পাতা খান''।

মমতা বলেন, ''এ সময় নিজেকে সুস্থ রাখতে নিমপাতা, তুলসী পাতা খান''।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনা ভাইরাস, করোনা, করোনাভাইরাস, mamata banerjee, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মমতা, করোনা, mamata mask, mask, মাস্ক, মমতা মাস্ক, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মাস্ক, গেঞ্জির কাপড়, মমতার করোনাভাইরাস, করোনা, কলকাতায় করোনা আক্রান্ত

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

করোনাভাইরাসের হাত থেকে রেহাই পেতে মুখ ঢাকতে বাজারে মাস্কের দেখা মিলছে না। এই পরিস্থিতিতে মাস্কের বিকল্প হিসেবে গেঞ্জির কাপড়ের প্রস্তাব দিলেন মুখ্য়মন্ত্রী। যদিও নবান্নে এদিন মমতা বলেন, ''আমি বলছি না কেউ এটা ব্য়বহার করুন। ডাক্তারের পরামর্শ মেনেই ব্য়বহার করুন। আমি শুধুমাত্র প্রস্তাব দিচ্ছি যে গেঞ্জির কাপড়ে মুখে ঢেকে কাজ চালাতে পারেন''। একইসঙ্গে মমতা বলেন, ''এ সময় নিজেকে সুস্থ রাখতে নিমপাতা, তুলসী পাতা খান''।

Advertisment

এ প্রসঙ্গে এদিন মমতা বলেন, ''জানি না, এটা ঠিক কিনা। যেহেতু মাস্কের অভাব বাজারে। বাড়িতে থাকলে সাময়িকভাবে গেঞ্জির কাপড় দিয়ে কাজ চালাতে পারি। যাঁদের কাছে কিছু নেই, তাঁরা এটা ব্য়বহার করতে পারেন। তবে অবশ্য়ই ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন। গেঞ্জির কাপড় মোটা হয়, তবে নরম হয়''।

আরও পড়ুন: করোনায় ২ টাকার চাল এবার বিনামূল্য়ে, বড় ঘোষণা মমতার

Advertisment

coronavirus, করোনা ভাইরাস, করোনা, করোনাভাইরাস, mamata banerjee, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মমতা, করোনা, mamata mask, mask, মাস্ক, মমতা মাস্ক, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মাস্ক, গেঞ্জির কাপড়, মমতার করোনাভাইরাস, করোনা, কলকাতায় করোনা আক্রান্ত
মাস্কের বিকল্প হিসেবে গেঞ্জির কাপড় দিয়ে মুখ ঢেকে দেখাচ্ছেন মমতা। ছবি: পার্থ পাল।

উল্লেখ্য়, মারণভাইরাসের কবল থেকে বাঁচতে মাস্ক ব্য়বহারের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু বাংলার বাজারে মাস্ক কার্যত অমিল বলে দাবি করেছেন ক্রেতাদের একাংশ। কোথাও কোথাও মাস্কের কালোবাজারির অভিযোগ সামনে এসেছে। মাস্কের কালোবাজারি রুখতে আগেই পুলিশকে সজাগ থাকার বার্তা দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। রাজ্য়ের কয়েকটি এলাকায় নকল মাস্ক বাজেয়াপ্তও করেছে পুলিশ। আরও মাস্কের বরাত দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন মমতা।

এদিকে, ক'দিন আগে মাস্কের বদলে বাড়িতে পরিষ্কার কাপড় ব্যবহারের পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি সাংসদ বলেছিলেন, ''আমি বলব, বাড়িতে পরিষ্কার কাপড় কেটে দড়ি দিয়ে বেঁধে ব্যবহার করুন। তাতে কাজ হয়ে যাবে। আমাকে অনেকে বানিয়ে দিয়েছেন…ভাইরাস ঠেকাতে সাধারণ কাপড়েও আটকানো যাবে, বিজ্ঞানীরা বলছেন। তাহলে শুদ্ধ, পরিষ্কার কাপড় দিয়ে যদি কেউ বানিয়ে নেন তাহলে কাজ হয়ে যাবে। কারণ কবে মাস্ক পাওয়া যাবে, তার থেকে প্রাথমিকভাবে এটা ভাল’’।

যদিও এদিন মুখ্য়মন্ত্রী বারবার বলেছেন, ''আমি শুধুমাত্র প্রস্তাব দিয়েছি, গেঞ্জির কাপড়ের কথা বললাম বলে আপনারা ব্য়বহার করবেন না। ডাক্তারের পরামর্শ মেনেই ব্য়বহার করুন''।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee coronavirus corona