Congress-TMC: একটা নির্বাচন সব হিসেব উল্টে পাল্টে দিয়েছে। লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত যে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সব সময় দূরত্ব বজায় রাখছিলেন তৃণমূল সুপ্রিমো, এখন সেই কংগ্রেসই তাঁর যেন বড্ড কাছের! সবকিছু ঠিকঠাক থাকলে প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে কেরলের ওয়াইনাডে নির্বাচনী প্রচারেও যেতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বর্ষীয়ান কংগ্রেস নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কংগ্রেস হাকম্যান্ড চাইলে তিনি প্রিয়াঙ্কার হয়ে ওয়াইনাড কেন্দ্রে প্রচারে যেতে পারেন।
এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। উল্টো দিকে, ভালো ফল করেছে কংগ্রেস। দেশের প্রধান বিরোধী দল হিসেবে আবারও নিজের জায়গা পাকাপোক্ত করে নিতে পেরেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। ভোটের ফল প্রকাশের পর থেকে হঠাৎ করে কংগ্রেসের গুরুত্ব যেন বিরোধী দল হিসেবে বহু গুণে বেড়ে গিয়েছে ইন্ডিয়া জোটের নেতাদের কাছে।
রাহুল গান্ধী এবারও দুটি কেন্দ্র থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উত্তরপ্রদেশের রায়বরেলি এবং কেরলের ওয়াইনাড, কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে লোকসভায় গিয়েছেন তিনি। তবে নিয়ম অনুযায়ী তাঁকে একটি কেন্দ্র ছেড়ে দিতে হতো। সেই মতো ওয়াইনাড কেন্দ্র থেকে সংসদ পদে ইস্তফা দিয়েছেন রাহুল। সেই ওয়াইনাড থেকে কংগ্রেস প্রার্থী করেছে রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে।
আরও পড়ুন- Wonder Kid: বয়স মাত্র আড়াই! অবিশ্বাস্য কীর্তিতে ইতিহাস গড়ে ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার এই খুদেকন্যা
এদিকে দিন কয়েক আগেই নবান্নে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরমের সঙ্গে একান্তে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের পথ চলা নিয়ে সেই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
তারপরেই মমতার তরফে কংগ্রেসের এক বর্ষীয়ান নেতাকে বার্তা দিয়ে জানানো হয়েছে, কংগ্রেস হাইকম্যান্ড চাইলে প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে নির্বাচনী প্রচারে যেতে পারেন তিনি। শুধু তিনিই নন, ইন্ডিয়া জোটের বাকি নেতারাও প্রিয়াঙ্কার হয়ে যাতে ওয়াইনাডে প্রচার করেন সেই আবেদনও তিনি করবেন বলে জানিয়েছেন।