Advertisment

Mamata Banerjee: হরিয়ানায় গণপিটুনিতে নিহত শ্রমিকের স্ত্রী নবান্নে, চাকরির নিয়োগপত্র দিলেন মমতা

Mamata Banerjee meets lynched migrant worker's wife: হরিয়ানায় গোরক্ষকদের গণপিটুনিতে নিহত পরিযায়ী শ্রমিক সাবির মালিকের স্ত্রীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee, Nabanna

Mamata Banerjee: বুধবার নিহতের স্ত্রীকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: গোমাংস খাওয়ার অভিযোগে হরিয়ানায় গণপিটুনির বলি বাংলার পরিযায়ী শ্রমিক। সেই নিহত শ্রমিকের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন নিহতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার। তাঁর আগে সরকারের তরফে ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছিল নিহতের স্ত্রীর হাতে। এবার বুধবার নিহতের স্ত্রীকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisment

হরিয়ানাতে পিটিয়ে খুন করা হয়েছিল পরিযায়ী শ্রমিক সাবির মালিককে। বুধবার তাঁর স্ত্রী শাকিলা সর্দার মালিক নবান্নে এসে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীই তাঁকে ডেকে পাঠান। চার বছরের কন্যাসন্তানকে নিয়ে নবান্নে আসেন শাকিলা। তাঁর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা। বাসন্তীতে ভূমি এবং ভূমি সংস্কার দফতরে এক বছরের জন্য অ্যাটেন্ড্যান্ট এবং এক বছর পরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে তাঁকে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট বিজেপি শাসিত হরিয়ানায় স্বঘোষিত গোরক্ষক বাহিনীর নির্যাতনের শিকার হন সাবির। গোমাংস খেয়েছেন এই অভিযোগে পিটিয়ে খুন করা হয় তাঁকে। তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ দোলা সেন। তাঁর সঙ্গে যান দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধিরা। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামও যান। 

আরও পড়ুন মমতার দেখানো পথে হাঁটার ভাবনা! ধর্ষণবিরোধী বিল আনার পক্ষে জোরালো সওয়াল

এদিন শিশুকন্যাকে নিয়ে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রী। মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন, কোনওরকম কোও অসুবিধা হলে রাজ্য সরকার তাঁর পাশে রয়েছে।

আরও পড়ুন প্রেসক্রিপশনে শাস্তির জোরালো দাবি ! দুর্গম এলাকাতেও চালু 'অভয়া ক্লিনিক'

 

Mamata Banerjee haryana West Bengal migrant worker cow vigilante group
Advertisment