/indian-express-bangla/media/media_files/4FVZCU1eX0afv4WsHN2z.jpg)
প্রেসক্রিপশনে শাস্তির জোরালো দাবি ! দুর্গম এলাকাতেও চালু 'অভয়া ক্লিনিক'
RG Kar Case: আরজিকর কাণ্ড নিয়ে অভিনব প্রতিবাদ করে দেখালেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র এবং সিনিয়র ডাক্তারেরা। তবে চিকিৎসা পরিষেবা বন্ধ নয়, বরঞ্চ মালদার আদিবাসী অধ্যুষিত দুর্গম গ্রামে গিয়ে 'অভয়া ক্লিনিক' খুলে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে প্রতিবাদ জানালেন মেডিকেল কলেজের জুনিয়র ও একাংশ সিনিয়র ডাক্তারেরা। বুধবার হবিবপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত আইহো এলাকায় এই কর্মসূচি গ্রহণ করেন মালদা মেডিকেল কলেজের একাংশ চিকিৎসকেরা।
মালদা মেডিকেল কলেজের এদিন অভয়া ক্লিনিক কর্মসূচি গ্রহণকারী জুনিয়ার ডাক্তারেরা বলেন, এদিন পরিষেবা বন্ধ করে করা হয়নি, বরঞ্চ গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে গ্রামের সাধারণ মানুষকে। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। সেখানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ও সিনিয়র মিলিয়ে প্রায় ৫০জন চিকিৎসক বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। প্রয়োজনীয় ওষুধপত্র দেন। তাই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।
Lovely Maitra: লাভলির 'বদলা' মন্তব্য এবার গড়াল হাইকোর্টে, মামলার অনুমতি দিল আদালত
মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার মনীষা দাস , প্রকৃতি মান্না বলেন, "আরজিকরের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। এমনই স্লোগান লিখে এদিন এই গ্রামে এসে অভয়া ক্লিনিকের মাধ্যমেই প্রতিবাদ জানানো হয়েছে। চিকিৎসকদের এই ধরনের আন্দোলন ঘরে ঘরে মানুষ জানতে পারে তার জন্যই এরকম অভয়া ক্লিনিক এর মাধ্যমে রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। আরজিকর কাণ্ডে সঙ্গে যুক্ত দোষীরা, যতক্ষণ না ফাঁসির কাঠগড়ায় ঝুলছে, ততক্ষণ এভাবে আন্দোলন অব্যাহত থাকবে"।
পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর খুনের ঘটনার অভিনব প্রতিবাদ জানালেন মালদার দুই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। নিজেদের প্রেসক্রিপশনে প্রতিবাদের ভাষা লিখে এবং দোষীদের ফাঁসির দাবির কথা উল্লেখ করেই রোগীদের সেই প্রেসক্রিপশন বিলি করলেন মালদার এই দুই চিকিৎসক। মালদার দুই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের এমন অভিনব প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে অন্যান্য চিকিৎসকেরা। মালদার এই দুই প্রতিবাদী চিকিৎসকের নাম অভিজিৎ মিশ্র। যিনি শহরের মকদুমপুর রোডে রোগী দেখেন। আরেক চিকিৎসক রামপ্রকাশ সাহা। যিনি সিঙ্গাতলা রোডে রোগী দেখেন।
বলাবাহুল্য, কদিকে যখন আরজিকর কাণ্ডের আবহে উত্তাল সারা রাজ্য। সিপির পদত্যাগের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্য দুর্নীতি মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ। চিকিৎসক থেকে জুনিয়র চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যার মত করে আন্দোলনে নেমেছেন। ঠিক সেই সময় মালদা শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনের দুই শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভিনব এই প্রতিবাদে রীতিমতো সারা ফেলে দিয়েছে। মালদার ওই দুই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রামপ্রকাশ সাহা এবং ডাঃ অভিজিৎ মিশ্র বলেন, শিশুদের নানান অসুখ-বিসুখের ক্ষেত্রে পরিষেবা তো দিতেই হবে। শিশুরা ঈশ্বরের একটা অংশ। ওদের জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করলে চলবে না। তবে আরজিকর কান্ড নিয়ে প্রতিবাদের ভাষার আমাদের অব্যাহত রয়েছে। তাই নিজেদের ব্যবহৃত প্রেসক্রিপশনে এই ভাবেই প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরছি।
RG Kar: একের পর এক অভিযোগ! তড়িঘড়ি বদলি ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে, আজ ফের রাত দখলের ডাক