করোনায় লকডাউন পরিস্থিতিতে বঙ্গবাসীর দিনযাপন সচল রাখতে আরও একাধিক পদক্ষেপ করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হোম ডেলিভারির সুবিধার্থে, আংশিক পণ্য় পরিবহণে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা। হোম ডেলিভারির জন্য় সরকারি কিছু ট্য়াক্সিকে নামানো হবে রাস্তায়। একটি নির্দিষ্ট জায়গা থেকে ২-৩ জনকে তোলা হবে ট্য়াক্সিতে। ফোন মারফত যোগাযোগ করা হবে। এমন ভাবনার কথাই বলেছেন মমতা। পাশাপাশি চা শ্রমিক ও ব্য়বসায়ীদের জন্য়ও নয়া ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী।
করোনা পরিস্থিতি মোকাবিলায় ঠিক কী কী ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী, একনজরে জেনে নিন...
* জরুরি ভিত্তিতে পণ্য় সরবরাহের স্বার্থে আংশিক পরিবহণে ছাড়। হোম ডেলিভারির জন্য় সরকারি কিছু ট্য়াক্সিকে নামানো হবে রাস্তায়।
* একটি নির্দিষ্ট জায়গা থেকে ২-৩ জনকে তোলা হবে ট্য়াক্সিতে। ফোন মারফত যোগাযোগ করা হবে।
*চা বাগানের ১৫ শতাংশ শ্রমিককে কাজের অনুমতি দেওয়া হচ্ছে। স্য়ানিটাইজেশন করে কাজ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
*ব্য়বসায়ীদের লাইসেন্স পুনর্নর্বীকরণের মেয়াদ বাড়ানো হল ৩০ জুন পর্যন্ত।
* মাঝারি ও ক্ষুদ্র শিল্প কাপড়ের মাস্ক বানাক।
আরও পড়ুন: একদিনে রাজ্য়ে করোনা আক্রান্ত ১২-সুস্থ ৩, হাসপাতালে চিকিৎসাধীন ৮০: মমতা
* শিল্প সংস্থাগুলোকে এক একটি বাজারের দায়িত্ব দেওয়ার আবেদন।
* কারখানায় স্য়ানিটাইজেশন আবশ্য়ক।
এদিন নবান্নে ব্য়বসায়ীদের সঙ্গে বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, ''করোনা বাড়ছে, লকডাউন ভাঙা যাবে না। উপায় নেই, তাই বাধ্য় হয়ে মেনে নিচ্ছি। আগামী ২-৩ সপ্তাহ গুরুত্বপূর্ণ''। মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানান, ''রাজ্য়ে করোনা আক্রান্ত মোট ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ জন। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ৮০ জন। হাওড়ার সুপার, স্বাস্থ্য়কর্মী আক্রান্ত হয়েছেন। রাজ্য়ে করোনায় মৃতের সংখ্য়া ৫''।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন