করোনা মোকাবিলায় বাংলায় ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ ভিডিও বৈঠকের পরই দ্বিতীয় দফার লকডাউনের পাশাপাশি একগুচ্ছ নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মমতা। ১০ জুন পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন মমতা। তাছাড়া এবার কৃষকদের জন্য নয়া অ্যাপ আনতে চলেছে মমতা সরকার, সে কথাও জানানো হয়েছে। 'অন্নদাত্রী' নামের এই নতুন অ্যাপে শস্য কেনা যাবে। অন্যদিকে, লকডাউনের গেরোয় যাঁরা বিস্কুট-পাঁউরুটি খেতে পারছেন না, তাঁদের জন্যও সুখবর দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার থেকে লকডাউনের মধ্যেই বেকারি চালু করা হচ্ছে নিয়ম মেনে।
বাংলায় দ্বিতীয় দফার লকডাউনে আর কী কী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জেনে নিন এক নজরে...
অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাস
* ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন।
*১০ জুন পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।
* কৃষকদের জন্য অন্নদাত্রী অ্যাপ। এই অ্যাপে শস্য কেনা যাবে।
* নিয়ম মেনে বেকারি চালু করা হচ্ছে।
আরও পড়ুন: বাংলায় লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত, ঘোষণা মমতার
* গম-তেলের মিল চালু করতে বলেছেন মমতা।
* সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত দোকান খোলা থাকবে।
* অনলাইন ফুড ডেলিভারিকে ছাড় দেওয়া হচ্ছে।
* পয়লা বৈশাখের পর আরেকবার মিড ডে মিল দেওয়া হবে।
* যৌনপল্লিতে এবং বৃহন্নলাদের জন্য খাবারের ব্যবস্থা করবে পুলিশ।
এদিন মমতা বলেন, ''এই প্রথমবার পয়লা বৈশাখের আগের রাতে মা কালী দর্শন করতে পারছি না। এজন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। সকলকে বলব, বাড়িতেই পুজো করুন। নিয়ম মেনে বাড়িতেই হালখাতা করুন''।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন