/indian-express-bangla/media/media_files/HANql29EmNE76cWO8iNw.jpg)
Mamata Banerjee & Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
OBC সংরক্ষণের জটিলতা নিয়ে বিধানসভায় 'স্পষ্ট ব্যাখ্যা' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্য সরকার দ্রুত বেঞ্চ মার্ক সার্ভে চালিয়েছে, সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষজনকে চিহ্নিত করে তালিকাও তৈরি করেছে। ওবিসি সংরক্ষণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার দায় বিরোধীদের ওপরেই চাপিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভার কক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওবিসি সংরক্ষণ নিয়ে বক্তব্য শেষ হতেই কিছু বলতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বিরোধী দলনেতাকে বক্তব্যের অনুমতি দেননি। শুভেন্দু অধিকারীকে বলার সুযোগ না দেওয়ায় এদিন অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিধানসভায় থাকা BJP-র অন্য বিধায়করা। মুহূর্তের মধ্যে বিধানসভার অন্দরেই শুরু হয়ে যায় প্রবল বিক্ষোভ-প্রতিবাদ। পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির অন্যান্য বিধায়করা বিধানসভার বাইরে বেরিয়ে আসেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে সাংবাদিক বৈঠকে বলেন, "হিন্দু ওবিসি-রা বঞ্চিত হচ্ছেন। ওবিসি সংরক্ষণ নিয়ে মিথ্যা বলেছেন মুখ্যমন্ত্রী। মুসলিম ভোট ব্যাঙ্ককে তুষ্ট রাখতে বক্তৃতা করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা এর প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে অধ্যক্ষ অধিবেশন মুলতুবি করে দিলেন। দ্রুত বিধানসভার কক্ষ ত্যাগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অনৈতিক। ভোট-ব্যাঙ্কের রাজনীতি চলছে। ওবিসি-র মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কিছু বলতে গেলে বিধানসভায় বিরোধী দলনেতা ও বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে।"
এদিন বিধানসভার অধিবেশন মুলতুবি করে দিতেই বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিধানসভার অন্দরে একদফা বিক্ষোভ দেখানোর পর তাঁরা বাইরে বেরিয়ে আসেন। বিধানসভার বাইরেও চলে তুমুল বিক্ষোভ। তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে আবারও পক্ষপাতের অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন বিরোধীরা।
আরও পড়ুন- Money doubling scam: '১৩ মাসে টাকা ডাবল', প্রতারণার 'নিনজা' টেকনিকে লক্ষ-লক্ষ টাকা লুঠ