Mamata Banerjee protest march rally:'বিনা বিচারে জেলে রেখে দেবে, এটা জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর', মমতার নিশানায় কেন্দ্র

Mamata Banerjee protest march rally: ২১ জুলাইয়ের আগে আজ তৃণমূলের মেগা মিছিল। আগামী ১৮ জুলাই মোদীর বঙ্গ সফরের আগেই এবার বিজেপি শাসিত রাজ্যে 'বাঙালি বিদ্বেষ' ইস্যুতে পথে মমতা বন্দ্যোাপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

Mamata Banerjee protest march rally: ২১ জুলাইয়ের আগে আজ তৃণমূলের মেগা মিছিল। আগামী ১৮ জুলাই মোদীর বঙ্গ সফরের আগেই এবার বিজেপি শাসিত রাজ্যে 'বাঙালি বিদ্বেষ' ইস্যুতে পথে মমতা বন্দ্যোাপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee, Abhishek Banerjee, Mamata Banerjee protest, Mamata Banerjee rally, kolkata, bengali migrants, Mamata to lead protest, Mamata Banerjee on migrant issue, migrant issue Odisha, targeting of Bengali migrants,বাঙালি বিদ্বেষের অভিযোগে পথে মমতা

Mamata Banerjee: ধর্মতলার সভামঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee protest march rally: ধর্মতলার সভামঞ্চ থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসছে, আমি অত্যন্ত লজ্জিত, ব্যাথিত ভারত সরকার আর বিজেপির এই আচরণে। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে। সেটাকে আমরা চ্যালেঞ্জ করব। সেই নোটিফিকেশনে বলা হয়েছে, বাঙালিদের উপর সন্দেহ হলে, বাংলা ভাষায় কথা বললে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। এটা আমরা কিছুতেই মানব না। বাঙালির ওপর অত্যাচার হলে সহ্য করব না। বিজেপি আচরণে আমি ব্যথিত, মর্মাহত। দক্ষতার জন্যই বাংলার শ্রমিকদের নিয়ে যাওয়া হয় ভিনরাজ্যে। বর্ডারের দায়িত্বে কে? BSF। বাংলায় বললেই আটক করতে বলছে বিজেপি সরকার।"

Advertisment

বিজেপিকে আক্রমণ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "হিন্দু মুসলমান দেখছেন! গতকাল মহারাষ্ট্রের পুনেতে মতুয়াদের ওপর অত্যাচার হয়েছে। ভোটের সময় মতুয়াদের বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করে আর অন্য সময় অত্যাচার করে। 
 রাজবংশীদের বাংলাদেশের পুশব্যাক করা হচ্ছে। তাদের জেলে পর্যন্ত রাখা হয়েছে। কোচবিহারের লোকেরা কী অপরাধ করলো? দিল্লিতে আমাদের রাজ্যের লোকেদের জল-বিদ্যুতের সংযোগ কেটে দিয়েছে। অন্ধকূপে তাদের দেখে দেওয়া হয়েছে। আমাদের সাংসদরা তাদের নিয়ে ৪৮ ঘণ্টা ধরনা করেছে।"

Advertisment

কেন্দ্রের সরকারকে আক্রমণ শানিয়ে তৃণমূলনেত্রী আরও বলেন, "অনুপ্রবেশ হলে দায়িত্ব বিজেপি সরকারের। ভোটার তালিকায় কারচুপি করে মহারাষ্ট্র, দিল্লিতে জয়। বিহার, বাংলাতেও পরিকল্পনা করছে। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবে তৃণমূল। হিন্দু-মুসলমান ভাগাভাগি করছে। একটা নোটিফিকেশন করেছে, যাকে সন্দেহ হবে জেলে ভরে রেখে দেবে। বিনা বিচারে জেলে রেখে দেবে। এটা তো জরুরি অবস্থার চেয়েও ভয়ংকর। অবৈধভাবে আইন করেছে কেন্দ্রীয় সরকার।"

  • Jul 16, 2025 13:44 IST

    Mamata Banerjee protest march rally: বৃষ্টির মধ্যে রাজপথে কর্মী সমর্থকদের ভিড়

    বৃষ্টির মধ্যে রাজপথে কর্মী সমর্থকদের ভিড়। ইতিমধ্যে আজকের মিছিলে অংশ নিতে হাজির হয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। আর কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে আজকের মেগা মিছিল।



  • Jul 16, 2025 12:34 IST

    Mamata Banerjee protest march rally: আর কিছুক্ষণেই পথে নামছেন মমতা-অভিষেক


    আর কিছুক্ষণেই পথে নামছেন মমতা-অভিষেক! নিরাপত্তার ঘেরাটোপে তিলোত্তমা কলকাতা। দেড় হাজার পুলিশ কর্মী রাজপথে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। সাদা পোশাকে মোতায়েন থাকবে পুলিশ। বহুতলের ছাদ থেকেও কড়া নজর রাখা হবে 



  • Jul 16, 2025 11:13 IST

    Mamata Banerjee protest march rally: BJP-কে ভোট মানেই যেন 'খাল কেটে কুমির আনা', বাঙালিকে সাবধান করলেন মমতা!

    বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অন্য়তম স্লোগান ছিল বহিরাগত। ছিল বিজেপি বাঙালি বিদ্বেষী। স্লোগান ছিল বাংলা তার মেয়েকেই চায়। ছিল এনআরসি ইস্যু। এবার একেবারে টাটকা ইস্যু নিয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চলছে, বাংলায় কথা বললেই দমন-নিপীড়ন চলছে। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কয়েকজনকে তো বাংলাদেশে পাঠিয়ে ফিরিয়ে আনা হয়েছে। ২০২৬ নির্বাচনে এই বাংলা ও বাঙালি বিদ্বেষ ইস্যু, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

    আরও পড়ুন- ২৬-এর ভোটে BJP বধের 'অস্ত্রে' শান মমতার!



  • Jul 16, 2025 11:12 IST

    Mamata Banerjee protest march rally: কোন পথে মিছিল?

    মিছিলের রুট-

    কলেজ স্কোয়ার → বিধান সরণি → হিন্দ সিনেমা হল → এসএন ব্যানার্জি রোড → ডোরিনা ক্রসিং (এসপ্ল্যানেড)।

    কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এই মিছিলের কারণে দুপুরের পর থেকে শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে সেন্ট্রাল অ্যাভিনিউ, বিধান সরণি, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চৌরঙ্গি এবং এসএন ব্যানার্জি রোডে যানজটের সম্ভাবনা বেশি।



  • Jul 16, 2025 11:11 IST

    Mamata Banerjee protest march rally: দুপুর ১টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে

    বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের উপর কথিত 'নির্যাতনের' প্রতিবাদে বুধবার দুপুরে কলকাতার রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা ও বহু দলীয় সমর্থক।

    এদিন দুপুর ১টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে। তবে পুলিশ সূত্রে খবর, সকাল ১১টা থেকেই কলেজ স্কোয়ারে জমায়েত শুরু করবেন তৃণমূল কর্মী-সমর্থকরা।



  • Jul 16, 2025 11:11 IST

    Mamata Banerjee protest march rally: শুভেন্দুর আগুনে হুঁশিয়ারিতে তুলকালাম

     "সারা দেশে যখন বেআইনি অনুপ্রবেশকারীদের রুখতে মরিয়া মোদী সরকার, বাংলাদেশী ও রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন এই অনুপ্রবেশকারীদের 'রক্ষাকবচ' তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়"! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবেই গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

    আরও পড়ুন- মমতাকে বেনজির নিশানা, বাংলায় তোলপাড় ফেললেন শুভেন্দু, আগুনে হুঁশিয়ারিতে তুলকালাম

     



tmc mamata