Mamata Banerjee: 'বাংলায় বললেই বাংলাদেশি তকমা', '২৬-এর ভোটে BJP বধের 'অস্ত্রে' শান মমতার!

TMC VS BJP: বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস রাজপথে। মমতা ও অভিষেকের নেতৃত্বে কলকাতায় মেগা মিছিল। ২০২৬ বিধানসভা নির্বাচনে ‘বাঙালি বিদ্বেষ’ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রচার জোরালো করতে প্রস্তুত তৃণমূল।

TMC VS BJP: বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস রাজপথে। মমতা ও অভিষেকের নেতৃত্বে কলকাতায় মেগা মিছিল। ২০২৬ বিধানসভা নির্বাচনে ‘বাঙালি বিদ্বেষ’ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রচার জোরালো করতে প্রস্তুত তৃণমূল।

author-image
Joyprakash Das
New Update
তৃণমূল মিছিল ২০২৬  Bengali discrimination BJP  মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল  তৃণমূল বাঙালি বিদ্বেষ  BJP Bengali hatred issue  বাংলায় বিজেপি বিরোধিতা  ২০২৬ নির্বাচন তৃণমূল ইস্যু  দিল্লি ধরনা তৃণমূল  বহিরাগত ইস্যু তৃণমূল  Mamata vs BJP 2026

BJP-কে ভোট মানেই যেন 'খাল কেটে কুমির আনা', বাঙালিকে সাবধান করলেন মমতা!

TMC Mega Election campaign Planing: বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অন্য়তম স্লোগান ছিল বহিরাগত। ছিল বিজেপি বাঙালি বিদ্বেষী। স্লোগান ছিল বাংলা তার মেয়েকেই চায়। ছিল এনআরসি ইস্যু। এবার একেবারে টাটকা ইস্যু নিয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চলছে, বাংলায় কথা বললেই দমন-নিপীড়ন চলছে। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কয়েকজনকে তো বাংলাদেশে পাঠিয়ে ফিরিয়ে আনা হয়েছে। ২০২৬ নির্বাচনে এই বাংলা ও বাঙালি বিদ্বেষ ইস্যু, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

Advertisment

রবীন্দ্রনাথের পর এবার 'টার্গেটে' সত্যজিৎ রায়! ইউনূসের ভূমিকায় সরব মমতা, শুরু 'অ্যাকশন'

আজ, বুধবার কলকাতার রাজপথে হাটবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত বাঙালিদের প্রতি বিদ্বেষের প্রতিবাদেই এই পদযাত্রা তৃণমূল কংগ্রেসের। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে, মিছিল শেষ হবে ধর্মতলার ডোরিনা ক্রশিংয়ে। বিজেপি বাঙালি বিরোধী এই সুর আরও জোরদার করতে চলেছে তৃণমূল। 

Advertisment

দিল্লির বসন্তকুঞ্জে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল পড়ে আছেন। রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় সহ অন্যরা সেখানে অবস্থান, ধরনা করেছেন। তৃণমূলের অভিযোগ, দিল্লির পাশাপাশি গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িষা, ছত্তিশগড়ে বাঙালিদের প্রতি বিজেপি সরকারের বিদ্বেষের অবস্থান স্পষ্ট। কোথাও কোথাও বাংলাভাষীদের আটক করা হচ্ছে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়েছে। এই ইস্যুকে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। "বিজেপি বাঙালি বিদ্বেষী" স্ট্যাম্প মেরে প্রচারে ঝড় তুলতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ২০২৬ বিধানসভা নির্বাচনে এই ইস্যু তৃণমূল কংগ্রসের কাছে অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

দুপুরের পরই ভয়ঙ্কর দুর্যোগের তুমুল সম্ভাবনা? নাগাড়ে ভারী বৃষ্টি থেকে স্বস্তি কবে? কী জানাল আবহাওয়া দফতর?

তবে বাঙালি বিদ্বেষ ইস্যুতে বিজেপি স্পষ্ট মতামত জানিয়েছে। পদ্ম শিবিরের দাবি, বিজেপির কোনও বাঙালি বিদ্বেষ নেই। ভিন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে আসা মুসলিমদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হচ্ছে। ঘটনাক্রমে তাঁরা বাংলা ভাষায় কথা বলে। কিন্তু কোনও অবৈধ অনুপ্রবেশকারী এদেশে এসে থাকবে, এখানে  বসে ষড়যন্ত্র করবে তা হতে পারে না। বরং পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ও বাংলাদেশ থেকে আসা হাজার হাজার অনুপ্রবেশকারী মুসলিম বসবাস করছে। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

২০২১ বিধানসভা নির্বাচনে বাঙালি, বাংলার মেয়ে, বহিরাগত শব্দগুলি তৃণমূলের জনসভাগুলিতে ঘোরাফেরা করছিল। এবারে তা যে আরও বড় আকার ধারন করবে তা বলার অপেক্ষা রাখে না। তার সূত্রপাত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের মেঘা মিছিলকে কেন্দ্র করে। সম্প্রতি, বিজেপির প্রাক্তন সভাপতি অসীম ঘোষকে হরিয়ানার রাজপাল করা হয়েছে। বাঙালি বোরধী তকমা ঘোছাতে বিজেপিও তৎপর। 

বিকট শব্দে ভয়ঙ্কর বিস্ফোরণ, জখম একাধিক! ২১ জুলাইয়ের আগে বাংলার বুকে তোলপাড়

tmc bjp modi mamata