Advertisment

ধূপগুড়ির জয় আসলে 'ইন্ডিয়া'র-ই, চব্বিশের আগে বিজেপিকে চাপে রাখায় চেষ্টায় মমতা

উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee reaction on Dhupguri Bypoll result after tmc win , ধূপগুড়িতে তৃণমূলের জয়ের পর কী বললেন মমতা ব্যানার্জী

ধূপগুড়িতে বিরাট জয় তৃণমূলের।

প্রতিপক্ষের শক্ত ঘাঁটিতে জয় হাসিল। শুধু জয় নয়, ভোটও বাড়ল তৃণমূলের। এতেই উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়। ধুপগুড়িবাসীকে ধন্যবাদ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে বুঝিয়ে দিলেন, ধূপগুড়ির জয় আসলে 'ইন্ডিয়া'রই।

Advertisment

এদিন এক্স বার্তায় তৃণণূল নেত্রী লিখেছেন, 'বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন - সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং মা-মাটি-মানুষের সরকার যেভাবে উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ক্ষমতায়নের সমন্বয় ঘটাচ্ছেন তাতে বিশ্বাস করেন। বাংলা তার মত জানালো এবং শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানিয়ে দেবে। জয় বাংলা! জয় INDIA!'

আরও পড়ুন- প্রতিশ্রুতিতেই ডুবন্ত ধূপগুড়ি টেনে তুললেন অভিষেক, ‘২৪-এর আগে আগুনে জয় তৃণমূলের

এরপরই দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেছেন, 'আমি ধুপগুড়ির মানুষকে অভিনন্দন জানাচ্ছি। চা বাগান থেকে রাজবংশী সবাই যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন তা অতুলনীয়। বিজেপির একটা শক্ত ঘাঁটি ছিল। বিজেপির মন্ত্রীরা সব ওখানে পড়েছিলেন। তার পরেও উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে জিতিয়েছে।'

আরও পড়ুন- বিজেপির শক্ত ঘাঁটিতে থাবা তৃণমূলের, ধূপগুড়িতে পালা বদল

গোটা দেশে ৬টি রাজ্যের ৭টি কেন্দ্রে এদিন উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ৪টিতেই পরাজিত বিজেপি। উত্তরপ্রদেশেও ধাক্কা খেয়েছে পদ্ম বাহিনী। এতে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী। বলেছেন, 'সারা ভারতে নির্বাচন হয়েছে। উত্তরপ্রদেশের মত জায়গাতে বিজেপি হেরেছে। ঝাড়খণ্ডে জেএমএম জিতছে। এটা ইন্ডিয়া জোটের বড় জয়। এভাবেই মানুষ সিদ্ধান্ত নিক।'

আরও পড়ুন- চব্বিশের আগে অ্যাডভানটেজ ‘ইন্ডিয়া’? দেশব্যাপী উপনির্বাচনে বিজেপি- ৩, বিরোধীরা- ৪

জয় পেয়েছে কংগ্রেস। ইন্ডিয়া জোটের নাম নিলেও এদিন অবশ্য হাত শিবির প্রসঙ্গে আলাদা করে কিছি বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরাতে বিজেপির জয় নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'ওখানে ভোট হয়নি।'

opposition india alliance bjp tmc Dhupguri By Election Result Mamata Banerjee
Advertisment