Advertisment

বিরোধীদের আজ 'মুতোড় জবাব'! ধর্না-দ্বিতীয়ায় আস্তিনের কী তাস বের করবেন মমতা?

রেড রোডে পর্দাঘেরা মঞ্চে রাত কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee red road dharna second day info updates

রেড রোডের ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়।

রেড রোডে পর্দাঘেরা মঞ্চে রাত কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে রোডে ধর্না টানা দু'দিনের ধরনায় তৃণমূল সুপ্রিমো। বুধবার রাতে রেড রোডের ধরনা মঞ্চে পর্দার ভিতরে মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। পর্দার বাইরে রাতভর ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনেরা।

Advertisment

রেড রোডের একধারে ধরনা মঞ্চ তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে গোটা রেড রোডই বন্ধ রাখা হয়। তবে পুলিশ সূত্রের খবর, বেলা বাড়লেই রেড রোডের একটি লেন খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত ধর্না দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার বেলা ১২টা থেকে ধরনায় বসেছেন তিনি।

আরও পড়ুন- রামনবমীতে অশান্তি বাধালে নেওয়া হবে কড়া ব্যবস্থা, সংঘ পরিবারকে হুঁশিয়ারি মমতার

রেড রোডের কাছেই শহিদ মিনার চত্বরে দিনের পর দিন ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ডিএ আন্দোলনকারীরা। বুধবার তাঁদেরই কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'প্রতিদিন আপনারা এখানে গিয়ে, ওখানে গিয়ে এই চাই, ওই চাই বলছেন! যারা চিরকুটে চাকরি পেয়েছিল, সব ডিএ আন্দোলনের ওখানে গিয়ে বসে আছে। জ্ঞান দিচ্ছে চোর, ডাকাত, ডাকাত সর্দাররা। চোর-ডাকাতগুলোর তালিকা আছে। তাদের কাছে আমাদের জ্ঞান শুনতে হবে?’

এরই পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেও সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সরকার এজেন্সিগুলি দিয়ে রাজ্যে-রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee kolkata news Central Government bjp
Advertisment