Advertisment

Mamata Banerjee Road Show: মোদীর পথেই মমতা, রাস্তাতেই আছে বঙ্গজয়ের চাবিকাঠি?

Lok Sabha Elections 2024: এবার লোকসভা নির্বাচনে বিজেপি দেশের মধ্যে সব থেকে বেশি ভাল ফল করবে বাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দাবি করেছেন। মঙ্গলবার রাজ্যে তিনটে কর্মসূচিতে অংশ নিয়েছেন বিজেপির স্টার প্রচারক। কলকাতা উত্তরে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত রোড শো করেছেন মোদী। গিয়েছিলেন বাগবাজারে মায়ের বাড়িতেও। আজ, বুধবার সেই পথেই প্রচার সারবেন তৃণমূল সুপ্রোমো মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Joyprakash Das
New Update
Mamata Banerjee Road Show

যেদিন মোদী উত্তর কলকাতায় রোড শো করেন, সেদিনই দক্ষিণ কলকাতায় মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Elections 2024: এবার লোকসভা নির্বাচনে বিজেপি দেশের মধ্যে সব থেকে বেশি ভাল ফল করবে বাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দাবি করেছেন। মঙ্গলবার রাজ্যে তিনটে কর্মসূচিতে অংশ নিয়েছেন বিজেপির স্টার প্রচারক। কলকাতা উত্তরে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত রোড শো করেছেন মোদী। গিয়েছিলেন বাগবাজারে মায়ের বাড়িতেও। আজ, বুধবার সেই পথেই প্রচার সারবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা কর্মসূচি করে চলেছেন। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন তিনটে নির্বাচনী প্রচারের কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রীর দ্বিতীয় কর্মসূচি রয়েছে উত্তর কলকাতায়। সেখানে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের দেওয়া কর্মসূচিতে বলা হয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে পদযাত্রা শেষ হবে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। এই পথেই গতকাল রোড শো করেছেন প্রধানমন্ত্রী।

১ জুন শেষ দফার নির্বাচন। মুলত কলকাতার দুই কেন্দ্র ও আশপাশের আরও ৬টি কেন্দ্রে নির্বাচন হবে ওই দিন। প্রচারে ঝড় তুলতে দিল্লি থেকে ছুটে এসেছেন প্রধানমন্ত্রী, আজ আবার দক্ষিণ কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো রয়েছে। এদিকে আজও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কর্মসূচি রয়েছে। শেষ দফার ৮টি আসন তৃণমূলের দখলে রয়েছে। সেক্ষেত্রে তৃণমূল চাইছে আসনগুলি ফের দখলে রাখতে, বিজেপি চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তন কোনও আসন যদি ছিনিয়ে নেওয়া যায়।

আরও পড়ুন Narendra Modi Road Show in Kolkata: কলকাতায় ঐতিহাসিক রোড শো মোদীর, বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরে উৎসবের মেজাজ, পুষ্পবৃষ্টিতে অভ্যর্থনা নমোকে

২০১১ বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল যেখানে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য জনসভা বা রাজনৈতিক কর্মসূচি করতেন সেখানে পরবর্তীতে কর্মসূচি রাখত তৃণমূল কংগ্রেস। এটা একেবারে ট্রেন্ড হয়ে গিয়েছিল। সিপিএমের সভা মানেই পাল্টা তৃণমূলের কর্মসূচি। পরবর্তী ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেনি তা নয়। তা এবার একেবার ২৪ ঘন্টা পার হতে না হতেই প্রধানমন্ত্রীর পাল্টা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। তবে এক্ষেত্রে মূল পার্থক্য প্রধানমন্ত্রী রোড শো করেছেন সন্ধ্যে পর। অন্যদিকে মুখ্যমন্ত্রী পদযাত্রা করবেন বিকেল ৩টের সময়। মোদী না মমতা কোন ম্যাজিক জাদু দেখাবে তা জানা যাবে ৪ জুন।

PM Narendra Modi Mamata Banerjee West Bengal লোকসভা নির্বাচন ২০২৪
Advertisment