Advertisment

Mamata Banerjee: কবে সন্দেশখালি যাবেন মমতা? 'কন্ডিশন' জানিয়ে দিনক্ষণ বলে দিলেন তৃণমূলনেত্রী

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন শুরুর ঠিক আগে আগে সন্দেশখালি নিয়ে উত্তাল হয়েছিল বাংলা। এমনকী সন্দেশখালির ঘটনা নিয়ে দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। ঘটনার সরেজমিনে খোঁজ নিতে একের পর কেন্দ্রীয় দল এসেছে সন্দেশখালিতে। সন্দেশখালির ঘটনার পিছনে রাজ্যের শাসকদলের নেতারাই যুক্ত বলে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
2 tmc councillor get show cause notice by leadership due to group clash

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: আবারও সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি কাণ্ডের দায় আরও একবার বিজেপির ঘাড়েই চাপালেন তৃণমূলনেত্রী। সেই সঙ্গে সন্দেশখালির গোটা পর্বের পিছনে গভীর ষড়যন্ত্র ছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি। বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম জিতলে পরের দিনেই তিনি সন্দেশখালি যাবেন বলে আজ নির্বাচনী সভা থেকে ঘোষণা করে দিলেন তৃণমূলনেত্রী।

Advertisment

আজ কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

"বিজেপির কাজই হল মিথ্যা বলা। তৃণমূল প্রার্থী জিতলে পরের দিনেই সন্দেশখালি যাব। সন্দেশখালিতে যেভাবে মা-বোনেদের অসম্মান হয়েছে তাতে আমি মর্মাহত। অসম্মানের খেলা আর কেউ যাতে না খেলে। ভিডিও না এলে বিজেপির চক্রান্ত বোঝা যেত না। বিজেপির প্ল্যান A সন্দেশখালি বাতিল হয়ে গেছে। সন্দেশখালির প্ল্যান মা-বোনেরাই বাতিল করে দিয়েছে। বিজেপির প্ল্যান B হিংসা ছড়ানোর চেষ্টা।"

উল্লেখ্য, লোকসভা নির্বাচন শুরুর ঠিক আগে আগে সন্দেশখালি নিয়ে উত্তাল হয়েছিল বাংলা। এমনকী সন্দেশখালির ঘটনা নিয়ে দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। ঘটনার সরেজমিনে খোঁজ নিতে একের পর কেন্দ্রীয় দল এসেছে সন্দেশখালিতে। সন্দেশখালির ঘটনার পিছনে রাজ্যের শাসকদলের নেতারাই যুক্ত বলে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা।

আরও পড়ুন- Abhijit Ganguly-Election Commission:মমতাকে কটুকথা! চূড়ান্ত কঠিন পদক্ষেপ কমিশনের! ভোটেই লড়তে পারবেন না অভিজিৎ গাঙ্গুলি?

তবে ঘটনা অন্য মোড় নিতে শুরু করে গত কয়েক সপ্তাহ আগে থেকে। পরপর কয়েকটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বেশ কয়েকটি ভিডিও দেখিয়ে তৃণমূলের পাল্টা দাবি, সন্দেশখালির আন্দোলনের পিছনে বিজেপির চক্রান্ত লুকিয়েছিল। যদিও গেরুয়া দল শাসকদলের সেই অভিযোগ নস্যাৎ করেছে।

আরও পড়ুন- Cyclone Remal Update: প্রবল সম্ভাবনা ঘূর্ণিঝড়ের! রেমাল-এর আছড়ে পড়ার জোরালো চান্স? বাংলাতেই? রইল লেটেস্ট আপডেট

Mamata Banerjee Sandeshkhali loksabha election 2024
Advertisment