Advertisment

Mamata Banerjee In Campaign: পারলেও জিভ টেনে নেননি! কাদের? হুঁশিয়ারির সুরে কারণ বাতলালেন মমতা

Lok Sabha Election 2024: মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের খবর পেয়েই বিজেপির প্রচারসভা থেকে 'চোর-চোর' বলে ধ্বনি শুরু হয়। তবে, তখন এ নিয়ে টু শব্দটি করেননি তৃণমূল সুপ্রিমো। উল্টে গাড়ির মধ্যে থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সারেন জনসংযোগ। কিন্তু, ছাড়বার পাত্রী নন মমতা। চালসায় বিজেপি কর্মীদের কটাক্ষের জবাব জলপাইগুড়ির জনসভায় দিলেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee says in Maynaguri campaign meeting that she did not pull PM Modis tongue because of the vote lok sabha polls 2024 , ভোট বলে মোদীর জিভ টেনে নেননি তিনি, ময়নাগুড়ির সভায় বললেন মমতা ব্যানার্জী,

TMC VS BJP: হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রীও। (ফাইল ছবি)

Mamata Banerjee in Maynaguri Campaign 2024: একদিকে বিজেপির ভরা প্রচারসভা। অন্যদিকে পাশের রাস্তা দিয়ে চলেছে মুখ্যমন্ত্রীর কনভয়। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের চালসায় এই পরিস্থিতি দেখতে পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের খবর পেয়েই বিজেপির প্রচারসভা থেকে 'চোর-চোর' বলে ধ্বনি শুরু হয়। তবে, তখন এ নিয়ে টু শব্দটি করেননি তৃণমূল সুপ্রিমো। উল্টে গাড়ির মধ্যে থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সারেন জনসংযোগ। কিন্তু, ছাড়বার পাত্রী নন মমতা। চালসায় বিজেপি কর্মীদের কটাক্ষের জবাব জলপাইগুড়ির জনসভায় দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisment

এ দিনের প্রচার সভাতেও আগাগোড়া বিজেপি বিরোধী বক্তব্য পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। চালসার বিজেপি কর্মীদের 'চোর' স্লোগানের পাল্টা হুঁশিয়ারির সুরে জবাবে মুখ্যমন্ত্রী সাফ বলেন, 'আমার গাড়ি দেখে ওরা চোর বলছে। আমি কারও পিতৃদেবের টাকায় এক কাপ চা-ও খাইনি। চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন, পেনশন নিতে পারতাম। নিই না। কারণ আমার দরকার নেই। আমার দরকার মানুষকে। মানুষই আমার সব। কী সাহস ওদের!আমাকে চোর বলছে! ওদের জিভ টেনে নিতে পারতাম। কিন্তু ভোট বলে কিছু বলিনি। তা ছাড়া আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওঁরা বলেন বেছে বেছে জেলে পাঠাব। উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। আমি সেটা বলব না। জিভ টেনে নিতে পারলেও সেটা করব না।'

আরও পড়ুন- Sealdah Division Local Train: আপনি শিয়ালদহ শাখায় লোকালের যাত্রী? তাহলে জানুন- কোন ট্রেন বাতিল, কোনগুলির রুটে বদল

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগেও তোলেন মমতা। বলেন, 'এরা জিতবে না। সেটা বুঝতে পারছে। বুঝতে পারছে বলেই এত কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শাসানি, এত অপপ্রচার, এত অত্যাচার। ৪০০ তো দূর, ২০০ পার করবে না। ওদের হালখাতা শূন্য হয়ে যাবে এ বার। তামিলনাড়ুতে স্তালিনেরা জিতবে, পঞ্জাবে অরবিন্দেরা, উত্তরপ্রদেশে অখিলেশের পার্টি জিতবে, বাংলায় আমরা লড়াই করে জিতব। বিজেপি শূন্য পাবে।'

মুখ্যমন্ত্রীর দাবি, 'বিজেপি আর ইডি-সিবিআই ভাই ভাই, কেন্দ্রীয় এজেন্সির অফিসাররাও বলছে বিজেপি করো।'

পদ্ম বাহিনীকে 'মিথ্যাবাদী' বলে দেগে দেন মুখ্যমন্ত্রী। বলেন, 'বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ভিডিয়ো তৈরি করছে। সমাজ মাধ্যমে দিচ্ছে। একদম বিশ্বাস করবেন না। যেটা চোখে দেখবেন, সেটাই বিশ্বাস করবেন না। কারণ ওরা মিথ্যা কথা বলে।'

বালুরঘাটের সভা থেকে মমতার হুঁশিয়ারি নিয়ে প্রধানমন্ত্রী মোদী কিছু বললেন কিনা সেটাই এখন দেখার।

tmc bjp Jalpaiguri modi Mamata Government 2024 General Election loksabha election 2024
Advertisment