সম্প্রতি জিএসটির নতুন হার কার্যকর করেছে কেন্দ্রের মোদী সরকার। বেশ কিছু খাদ্য-সামগ্রীর উপরে ৫ শতাংশ হারে জিএসটি বসানো হয়েছে। তালিকায় রয়েছে দই, পনির, মটর, সয়াবিন, মাছ, গম এমনকী মুড়িও। আম বাঙালি আর মুড়ি কার্যত সমার্থক শব্দ। বিশেষত গ্রামীণ বাংলায় মুড়ির মতো খাদ্যসামগ্রীর জুড়ি মেলা ভার। সেই মুড়িতেই এখন থেকে ৫ শতাংশ হারে জিএসটি গুণতে হবে।
বিজেপির সমালোচনা করতে গিয়ে এদিন তাই মুড়ির উপর জিএসটি বসানো নিয়ে ভরা সভায় সোচ্চার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকেই কার কাছে মুড়ি আছে এদিন জানতে চান তৃণমূলনেত্রী। দ্রুত মঞ্চে এসে যায় মুড়ি। সেই মুড়ি নিয়েই এরপর তৃণমূলনেত্রী নিশানা করতে থাকেন কেন্দ্রকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''মুড়িতেও জিএসটি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মানুষ এখন খাবে কী?''।