/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/Mamata-Banerjee-11.jpg)
একুশের সভামঞ্চে মুড়ি হাতে তৃণমূলনেত্রী। ছবি: পার্থ পাল।
একুশের সভামঞ্চে বিজেপিকে তুলোধনা তৃণমূল সুপ্রিমোর। প্রকাশ্য সভায় আজ মুড়ি নিয়ে মোদীকে তোপ দিদির। 'মুড়িতেও জিএসটি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না?' ভরা সভায় এক পাত্র মুড়ি দেখিয়ে বিজেপিকে টিপ্পনি তৃণমূলনেত্রীর। গেরুয়া দলকে নিশানা করে তৃণমূলনেত্রীর হুংকার, ''আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।''
সম্প্রতি জিএসটির নতুন হার কার্যকর করেছে কেন্দ্রের মোদী সরকার। বেশ কিছু খাদ্য-সামগ্রীর উপরে ৫ শতাংশ হারে জিএসটি বসানো হয়েছে। তালিকায় রয়েছে দই, পনির, মটর, সয়াবিন, মাছ, গম এমনকী মুড়িও। আম বাঙালি আর মুড়ি কার্যত সমার্থক শব্দ। বিশেষত গ্রামীণ বাংলায় মুড়ির মতো খাদ্যসামগ্রীর জুড়ি মেলা ভার। সেই মুড়িতেই এখন থেকে ৫ শতাংশ হারে জিএসটি গুণতে হবে।
বিজেপির সমালোচনা করতে গিয়ে এদিন তাই মুড়ির উপর জিএসটি বসানো নিয়ে ভরা সভায় সোচ্চার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকেই কার কাছে মুড়ি আছে এদিন জানতে চান তৃণমূলনেত্রী। দ্রুত মঞ্চে এসে যায় মুড়ি। সেই মুড়ি নিয়েই এরপর তৃণমূলনেত্রী নিশানা করতে থাকেন কেন্দ্রকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''মুড়িতেও জিএসটি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মানুষ এখন খাবে কী?''।
"ইডি-সিবিআই এলে ওঁদের থালায় করে মুড়ি খেতে দেবেন!", একুশের মঞ্চ থেকে কর্মী-সমর্থকদের নিদান মমতা বন্দ্যোপাধ্যায়ের।#21July#21JulyShahidDibas#TMC#MamataBanerjee#TMCShahidDiwaspic.twitter.com/pxF0zaIapf
— Indian Express Bangla (@ieBangla) July 21, 2022
আরও পড়ুন- ‘দলের নামে টাকা তুললে থানায় জানান’, ‘বেয়াদপ’ নেতাদের সবক শেখাতে কড়া মমতা
মুড়ির মতো খাদ্যপণ্যে জিএসটি চাপানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরতন্ত্র চালানোর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব স্তরে বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক তৃণমূল সুপ্রিমোর। সব শেষে মুড়িতে জিএসটি নিয়ে মমতার স্লোগান, ''আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।''