Advertisment

'সিপিএম আমলে লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি', নিয়োগ দুর্নীতি ইস্যুতে বামেদের পাল্টা নিশানা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বললেন, 'সিপিএম আমলে চাকরি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ লক্ষ টাকায়।'

author-image
IE Bangla Web Desk
New Update
tmc celebrates khela hobe dibas 16 august 2022 updates

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে হইচই। সিবিআই তদন্তে বাংলা তোলপাড়। বিরোধী বিজেপি, বামেদের নিশানায় শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে ২১শের মঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে পূর্বের বাম সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বললেন, 'সিপিএম আমলে চাকরি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ লক্ষ টাকায়।' একই সঙ্গে তাঁর দাবি, 'আমরা চাই চাকরি হোক, ওরা চায় না চাকরি হোক। তাই ওরা পিঁপড়ের মতো করে কামড় দিচ্ছে।'

Advertisment

নিয়োগ দুর্নীতি ইস্যুতে এ দিন ভাষণের শুরুতেই বামেদের নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। রীতিমতো কটাক্ষের সুরে মমতা প্রশ্ন করেন, 'রাজ্যে এখনও ১৭ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। তা সত্ত্বেও আমরা নিয়োগ করতে পারছি না। কারণ, একের পর এক মামলায় নিয়োগ আটকে রয়েছে। আপনাদের আমলে কটা চাকরি দিয়েছিলেন?'

এরপরই সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বলেন, 'সিপিএমের বিকাশবাবু খালি চাকরি কাড়তে মামলা করছেন। আপনার সময়ের ফাইলগুলো বের করব? কারা বার্থ সার্টিফিকেট পেয়েছিল? বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই কিছু করিনি।'

আরও পড়ুন- ‘আমরা চাই চাকরি হোক, বিজেপি চায় চাকরি যাক’, গেরুয়াকে নিশানা মমতার

মমতার দাবি বাম আমলে শিক্ষকদের সকলে যোগ্যতার ভিত্তিতে চাকরির নিয়োগ পাননি। তিনি বলেন, 'বামেদের একটা পত্রিকা আছে। একটা সময়ে সেখানকার সমস্ত সাংবাদিকের স্ত্রীরা স্কুলে চাকরি করতেন, সকলে যোগ্যতার ভিত্তিতে পেয়েছিলেন? কীভাবে পেয়েছিলেন আমি সব জানি। সকলের নাম করতে চাইছি না।'

একই সঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বাস, 'বাংলায় চাকরি হবে পরীক্ষার্থীদের নিজের কৃতিত্বে। আর কোথাও যদি ভুল হয়ে থাকে শুধরে নেব। কেউ ইচ্ছে করে ভুল করলে শাস্তি পেতে হবে।'

বামেদের আক্রমণের সঙ্গেই কেন্দ্রের নিয়োগ দুর্নীতি নিয়ে এ দিন বিজেপিকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'রেল, ইউপিএসসি, ডিফেন্স, সিভিল অ্যাভিয়েশনে নিয়োগ নিয়ে তোমরা কী করছ? শুধুই বাংলার দোষ?'

CPIM SSC recruitment Mamata Banerjee tmc
Advertisment