Advertisment

Mamata Banerjee: 'আপনারা ফোঁশ করতেও তো পারেন', ঘুরিয়ে কর্মীদের 'অ্যাকশনের' বার্তা মমতার?

Mamata Banerjee: 'দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রাজনীতি করছে। লাশের নোংরা রাজনীতি করছে। বাংলার মানুষের কাছে তাদের চেহারা উন্মোচিত', ভাষণে ঝড় তুললেন মমতা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata on TMCP foundation Day

তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সমাবেশে মুখ্যমন্ত্রী- ছবি- পার্থ পাল

Mamata Banerjee on RG Kar Case: দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রাজনীতি করছে। লাশের নোংরা রাজনীতি করছে। বাংলার মানুষের কাছে তাদের চেহারা উন্মোচিত। আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আরজি কর কাণ্ডে বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো। 

Advertisment

আজ ২৮ অগাস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সমাবেশ থেকে ভাষণে মমতা বলেন, " বাংলায় আগুন লাগানোর চেষ্টা করছে বিজেপি। মোদীকে নিশানা করে মমতা বলেন, "বাংলায় আগুন জ্বললে দিল্লিতে আপনার চেয়ারটাও টলিয়ে দেব"। পাশাপাশি অভিষেকের সুরেই ধর্ষণের বিরুদ্ধে জোরালো আইন আনার পক্ষেও সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী।

আগামী শুক্রবার তৃনমূল ছাত্র পরিষদের সদস্যদের কলেজের গেটে গেটে আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদে সামিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এর পাশাপাশি আগামী শনিবার ব্লকে ব্লকে মিছিলের ডাক দিয়েছেন তিনি। 

এদিনের মঞ্চ থেকে মমতা বলেন, "আরজি করে যে বোনটি নির্যাতিতা হয়েছে , দেশের সব প্রান্তের মেয়েরা যেভাবে নির্যাতিতা হচ্ছে, আমি সকল নির্যাতিতাদের জন্য আজকের দিনটি উৎসর্গ করছি। আমরা বিচার চাই, ওরা লাশ চাই। ওরা আন্দোলনকে জল ঢেলে দিতে চাইছে।  আসল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে"। আগামী দিনে চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়ার ডাক দিয়েছেন মমতা। 

উল্লেখ্য, আজ ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিরোধী বিজেপি। এদিন বন্ধের বিরোধীতা করে মমতা বলেন, "কেরল হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট বন্ধকে নিষিদ্ধ করেছে। বাংলায় বন্ধের কোন স্থান নেই"। আরজি কর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, " ৯ তারিখ ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, ১০ সকালে পৌঁছে যা যা করনীয় সব করা হয়েছে। আরজি করে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। যাতে দেরি না হয়, কোন ভুল না হয় তার জন্য সব রকম চেষ্টা সরকারের তরফে করা হয়েছে। আমি সাত দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসি চেয়েছিলাম। যারা ধর্ষণ তাদের একটাই শাস্তি হওয়া দরকার তা হল ফাঁসি। কিছু মোদী মিডিয়া বিজেপির অশান্তিকে প্রমোট করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার ছড়ানো হচ্ছে"। 

ধর্ষণের বিরুদ্ধে আগামী সপ্তাহে বিধান সভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণে্র ঘটনায় ফাঁসির সাজা আনার বিষয়ে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরজি কর কাণ্ডের প্রসঙ্গে জুনিয়ার ডাক্তারদের আন্দোলন নিয়ে বলেন, "জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে কোন অ্যাকশন নেয়নি সরকার। দিল্লিতে বিজেপি সরকার ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করেছিল"। আরজি কর প্রসঙ্গে তিনি আরও বলেন, " আমি শনিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। মঙ্গলবারের মধ্যে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। আজ ১৬ দিন কেটে গিয়েছে। এত দিন কী করছে সিবিআই? কোথায় গেল বিচার? পাশাপাশি তিনি স্লোগান তোলেন, "বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই, ফাঁসি চাই ফাঁসি চাই জবাব চাই সিবিআই"। এরপাশাপাশই আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগদানের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন - [ Abhishek Banerjee: কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করেনি, সিবিআইকে জবাব দিতে হবে: অভিষেক

এদিনের মঞ্চ থেকে ছাত্র যুবদের উদ্দেশ্যে  মমতা বলেন, "ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। আমার ছাত্র-ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন"।

RG Kar Medical College Chief Minister Mamata
Advertisment