প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে আবারও বৈঠকে বসছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আগামী ৫ নভেম্বর ভার্চুয়াল মাধ্য়মে প্রশাসনিক কাজ নিয়ে পর্যালোচনা করতে বৈঠক করবেন মমতা। বৈঠকে থাকবেন শীর্ষ মন্ত্রী, জেলাশাসক, পুলিশ সুপার-সহ অন্য়ান্য় প্রশাসনিক কর্তারা। করোনাকালে রাজ্য়ে প্রশাসনিক কাজের খতিয়ান নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক বলে সরকারি সূত্রে খবর।
অন্য়দিকে, দুর্গাপুজো পরবর্তী সময়ে বাংলায় করোনা পরিস্থিতি পর্যালোচনাও মমতা করতে পারেন বলে খবর। সেইসঙ্গে উন্নয়নমূলক কাজের অগ্রগতির ব্য়াপারেও রিপোর্ট নিতে পারেন মুখ্য়মন্ত্রী।
এ প্রসঙ্গে সরকারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ‘‘সব দফতরের শীর্ষ আধিকারিক ও মন্ত্রীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্য়মন্ত্রী। বৈঠকে থাকবেন সব জেলাশাসক, বিডিও, এসডিও-রাও। উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবেন মুখ্য়মন্ত্রী। আগামী ৩ মাসের জন্য় রোডম্য়াপ দেবেন’’।
আরও পড়ুন: ফের রাজ্য সফরে আসছেন নাড্ডা, নভেম্বরে আসতে পারেন অমিত শাহও
রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য় আধিকারিকদেরও। সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ করা হয়েছে, সে ব্য়াপারে জানতে চাওয়া হয়েছে।
এক প্রশাসনিক কর্তার কথায়, ‘‘আগের জেলা প্রশাসনের বৈঠকগুলিতে ডিসেম্বরের মধ্য়ে সব উন্নয়নমূলক কাজ শেষ করার জন্য় জোর দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। ৫ নভেম্বরের বৈঠকে তিনি খতিয়ে দেখবেন, সেই উন্নয়নমূলক কাজের অগ্রগতি কতটা হয়েছে। যদি না হয়, তাহলে প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার বার্তা দেবেন মমতা’’।
উল্লেখ্য়, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য়ের উন্নয়নমূলক কাজ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন মমতা। বিজেপি যখন একদিকে, তাদের দলীয় কর্মীদের হত্য়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে। আবার, রোজই যে ভাষায় রাজ্য় সরকারকে তুলোধনা করছেন রাজ্য়পাল জগদীপ ধনকড়, সেই প্রেক্ষিতে রাজ্য়ের উন্নয়নমূলক কাজে গতি আনার লক্ষ্য়ে নজর ঘোরাতে চাইছেন মমতা, এমনটাই ব্য়াখ্য়া রাজনৈতিক মহলের একাংশের।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন