Advertisment

কাশ্মীরিদের উপর হামলা নিয়ে সরব মমতা, নাম না করে নিশানা বিজেপিকে

‘‘একটা ঘটনা ঘটেছে বলে আমরা কাশ্মীরি শালওয়ালাদের বের করে দিতে পারি? কয়েকজন নিজের ইচ্ছে মতো আইন করে যা খুশি করছে। যাকে চাইব রাখব, যাকে চাইব না রাখব না, এই থিয়োরিতে আমরা বিশ্বাস করি না।’’

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

কাশ্মীরিদের উপর হামলার ঘটনায় বিজেপিকে নাম না করে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা ঘটনা ঘটেছে বলে আমরা কাশ্মীরি শালওয়ালাদের বের করে দিতে পারি? কয়েকজন নিজের ইচ্ছে মতো আইন করে যা খুশি করছে। যাকে চাইব রাখব, যাকে চাইব না রাখব না, এই থিয়রিতে আমরা বিশ্বাস করি না।’’ এ প্রসঙ্গে পদ্মবাহিনীর নাম না করে তৃণমূল সুপ্রিমোর আক্রমণ, ‘‘কী দুঃসাহস! এক বন্ধু ডাক্তারি করছেন, তাঁকে বলছে, বেরিয়ে যাও, কে লাটসাহেব ভাই তুমি? কত ঔদ্ধত্য!’’

Advertisment

বৃহস্পতিবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মমতা আরও বলেন, ‘‘আমরা ভাগাভাগির রাজনীতি করি না। এতবড় সাহস যে কোনও কথা বললেই বলছে, ও পাকিস্তানের পক্ষে, ও ভারতের পক্ষে। একটা রাজনৈতিক দল আছে, যারা ভাগ করতে চায়। ঘৃন্য রাজনৈতিক দল একটা। যারা দাঙ্গা লাগাচ্ছে, তাদের শুধু ঘৃণা করি না, আমার হৃদয়ে আগুন জ্বলে, কারণ আমরা এসব মেনে নিতে পারি না।’’

আরও পড়ুন- ‘‘ভোটের আগে যুদ্ধের কথা মনে পড়ল?

এ প্রসঙ্গে বিজেপিকে আক্রমণের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলাকে জানতে হলে, বাংলার মাটি, সংস্কৃতি জানতে হবে। ভারতীয় সভ্যতাকে জানতে হবে। যারা দুর্নীতিবাজ, তাদের আমরা পরাজিত করবই। অশুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিকে বিশ্বাস করব না।’’ মোদী-শাহদের নাম না করে মমতার তোপ, ‘‘ইতিহাসকে বদলে দিচ্ছে। নিজেরা পাশবিক, দানবিক, অমানবিক ধর্ম তৈরি করে বলছে, কে দেশে থাকবে আর কে থাকবে না। কে কী খাবে সেটাও ঠিক করে দিচ্ছে।’’

অন্যদিকে, গুজব রটানো নিয়েও এদিন সরব হয়েছেন মমতা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘কাউকে ঘৃণা করবেন না, বিদ্বেষ ছড়াবেন না, কুৎসা রটাবেন না, অপপ্রচারে কান দেবেন না। ভারত কখনও উগ্রপন্থার দেশ হতে পারে না। কখনও অর্ধশিক্ষার দেশ হতে পারে না। সব ভাষাকে ভালবাসব, সব ধর্মকে ভালবাসব, কোনও ভেদাভেদের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। কাশ্মীর থেকে কন্যাকুমারি, দেশের সর্বত্র মানুষ ভাল থাকুক।’’

আরও পড়ুন-“পুলওয়ামা হামলার সময় মোদী ক্যামেরার সামনে শুটিং করছিলেন”

উল্লেখ্য, কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণে ৪০ জওয়ান নিহত হওয়ার পর থেকেই দেশ উত্তপ্ত। দেশের বিভিন্ন প্রান্তে উপত্যকার মানুষদের অত্যাচার ও আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে বলে খবর। এ রাজ্যেও এ সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ সামনে এসেছে। এ প্রসঙ্গেই এদিন নাম না করে কেন্দ্রের মোদী সরকারকে এক হাত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ভোটের আগে দেশপ্রেমের নামে বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আরএসএস-ভিএইচপি, সোমবার এই মর্মে গেরুয়া ব্রিগেডকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা প্রশ্ন তোলেন, “পাকিস্তান যদি করে থাকে (পুলওয়ামা আক্রমণ), তাহলে তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ গ্রহণ করা হল না? পাঠানকোট থেকে পুলওয়ামা, গত পাঁচ বছরে কী পদক্ষেপ নিয়েছেন ওঁরা? ভোটের আগে যুদ্ধের কথা মনে পড়ল?”

bjp Mamata Banerjee
Advertisment