Advertisment

মমতা মন্ত্রিসভার ৪-৫ জনের উপর কোপ, নতুন মুখ ক'জন? বুধবার রদবদল

বর্তমান মন্ত্রিসভা থেকে ৪-৫ জন বাদ পড়তে চলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
da case west bengal government move to supreme court against calcutta high courts verdict

রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কবে হবে? তা নিয়েই জল্পনা ছিল। সোমবার মুখ্যমন্ত্রী সেই কৌতুহলের নিরসন করলেন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী পরশু, বুধবার হবে রাজ্য মন্ত্রিসভার রদবদল। পাশাপাশি তাঁর ঘোষণা, বর্তমান মন্ত্রিসভা থেকে কোপ পড়তে চলেছেন ৪-৫ জন। বাদ পড়াদের দলের সাংগঠনিক কাজে লাগানো হবে।

Advertisment

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমাদের একটা রিসাফেল করতে হবে। সাধন পাণ্ডে, সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন।পার্থ দা জেলে আছেন। অনেকগুলো দফতর ফাঁকা পড়ে আছে। ওই কাজগুলি কে করবেন? আমার পক্ষে সবটা একা করা সম্ভব নয়। ভাগাভাগি করে করতে হবে। তাই বুধবার বিকেল ৪টের সময় রদবদল হবে। ৪-৫জনকে দলের কাজে লাগাব। ৫-৬জন নতুন মুখ আনা হবে।'

বর্তমান মন্ত্রিসভার কাদের উপর কোপ পড়তে চলেছে? তা নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে বাদ পড়ে চলাদের নাম এ দিন জানাননি মুখ্যমন্ত্রী। পাশাপাশি কারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে চলেছেন তা নিয়েও কোনও খোলসা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বঙ্গের মানচিত্রে জুড়ল আরও ৭ জেলা, নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

আর্থিক তছরুপের অভিযোগে পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে। তাঁর ঘনিষ্ঠ ধৃত অর্পিতার সঙ্গে তৃণমূল
যোগের অভিযোগ তুলছে বিরোধী দলগুলি। এছাড়াও অর্পিতাকে আগে থেকেই মমতা চিনতেন বলে দাবি বাম, কংগ্রেস, বিজেপির। বিরোধীদের সব অভিযোগ নস্যাৎ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তবুও পার্থকাণ্ডে রীতিমত অস্বস্তিতে তৃণমূল। জল্পনা ছিল যে, মন্ত্রিসভা থেকে সকলকে ইস্তফা দিতে বলবেন তিনি। পরে নতুনভাবে ক্যবিনেট তৈরি করবেন। রাজনীতিতে যা কামরাজ মডেল নামে পরিচিত।

এ নিয়েও সোমবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। ক্ষোভ উগরে তিনি বলেন, 'প্রধান বিচারপতি কামরাজ মডেলের কথা বলেছেন। ক্যাঙ্গারু কোর্ট চলছে। অনেকেই বলছেন কামরাজ মডেল ফলো করা হবে। এসব রটনা।' রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পার্থ গ্রেফতারির পর দলের ভামূর্তি ধাক্কা খেয়েছে। এই অবস্থায় স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির বিধায়কদেরই মমতা নিজের মন্ত্রিসভায় নিয়ে আসতে মরিয়া।

Mamata Banerjee West Bengal Mamata Government
Advertisment